Ajker Patrika

জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯: ১৮
জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে চমৎকার সুযোগ খুলে দিয়েছে জার্মানির বিখ্যাত ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ কর্মসূচি। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম পুরোনো এবং সম্মানিত বিশ্ববিদ্যালয় ফ্রাইবুর্গ উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য বিশেষভাবে সুপরিচিত। এবারের বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

এই বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা পাবেন

  • প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা (মাসিক বৃত্তি)।
  • স্বাস্থ্যবিমা সুবিধা।
  • আন্তর্জাতিক যাতায়াতের জন্য বিমান টিকিটের ব্যবস্থা।
  • সম্পূর্ণ বিনা মূল্যে আবাসন সুবিধা।
  • পরিবারের সদস্যদের জন্যও সহায়তা দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের নিচের নথিপত্র প্রস্তুত রাখতে হবে

  • পূরণ করা আবেদনপত্র।
  • বৈধ পাসপোর্টের স্ক্যান করা অনুলিপি।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি।
  • ব্যক্তিগত বিবৃতি (Personal Statement)।
  • দুটি সুপারিশপত্র (Recommendation Letter)।
  • উদ্দেশ্য বিবৃতি (Statement of Purpose)।
  • আপডেট করা জীবনবৃত্তান্ত (Curriculum Vitae বা CV)।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তরুণ পেশাদারদের জন্য এই বৃত্তি বিশেষভাবে প্রযোজ্য। কমপক্ষে দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদনের পদ্ধতি

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করতে পারেন এই লিংকে গিয়ে আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর, ২০২৫।

ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় কেন বেছে নেবেন

ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার জন্যই নয়, বরং বৈচিত্র্যময় সংস্কৃতি, গবেষণার আধুনিক সুযোগ-সুবিধা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্যও বিখ্যাত। জার্মানির অন্যতম সুন্দর শহর ফ্রাইবুর্গে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জীবন এবং শিক্ষা—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত