মুসাররাত আবির

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনার নতুন দরজা উন্মোচন করে দিয়েছে। বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ তো বটেই, এটি এখন হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্র। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ই গড়ে উঠছে পৃথিবীতে।
কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয়। এর নাম মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেবল পুঁথিগত বিদ্যাচর্চা নয়, গবেষণাও করা হয়।
মানবজাতি ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং এআইয়ের সাহায্যে কীভাবে সেই সব সমস্যার সমাধান বের করা যায়, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মূল উদ্দেশ্য তাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করা হয়, যাতে তাঁরা সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
যেসব বিষয় পড়া যাবে
মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতক পর্যায়ে পড়া যায় না। পড়তে হয় স্নাতকোত্তর পর্যায়ে। এখানে পিএইচডি করার সুযোগ রয়েছে। পড়াশোনার বিষয়গুলো হলো:
সুযোগ-সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু কেবল আরব আমিরাতের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো বিশ্বের ৪১টি দেশের ২৭২ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। তবে ছেলেদের তুলনায় এখানে মেয়েদের অংশগ্রহণের হার বেশ কম, মাত্র ২৮ শতাংশ। এখানে অনেক শিক্ষার্থীকেই একদম বিনা মূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে নানান বৃত্তির ব্যবস্থা রয়েছে। টিউশন ফি মওকুফ বা ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি ভাতা দেওয়া হয়। এ ছাড়া নানা সুযোগ-সুবিধার মধ্যে ক্যাম্পাসের ভেতরেই থাকার ব্যবস্থা, রেসিডেন্স ভিসা, স্বাস্থ্য ভাতা ইত্যাদিও দেওয়া হয়।
স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৮ হাজার দিরহাম বা প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়। আর অবিবাহিত পিএইচডি শিক্ষার্থীদের ১০ হাজার দিরহাম বা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর বিবাহিত শিক্ষার্থীদের দেওয়া হয় ১৫ হাজার দিরহাম বা প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রয়োজনীয় কাগজপত্র
সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভাবনার নতুন দরজা উন্মোচন করে দিয়েছে। বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ তো বটেই, এটি এখন হয়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্র। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ই গড়ে উঠছে পৃথিবীতে।
কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয়। এর নাম মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেবল পুঁথিগত বিদ্যাচর্চা নয়, গবেষণাও করা হয়।
মানবজাতি ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং এআইয়ের সাহায্যে কীভাবে সেই সব সমস্যার সমাধান বের করা যায়, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মূল উদ্দেশ্য তাই। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করা হয়, যাতে তাঁরা সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।
যেসব বিষয় পড়া যাবে
মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্নাতক পর্যায়ে পড়া যায় না। পড়তে হয় স্নাতকোত্তর পর্যায়ে। এখানে পিএইচডি করার সুযোগ রয়েছে। পড়াশোনার বিষয়গুলো হলো:
সুযোগ-সুবিধা
এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু কেবল আরব আমিরাতের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো বিশ্বের ৪১টি দেশের ২৭২ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। তবে ছেলেদের তুলনায় এখানে মেয়েদের অংশগ্রহণের হার বেশ কম, মাত্র ২৮ শতাংশ। এখানে অনেক শিক্ষার্থীকেই একদম বিনা মূল্যে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে নানান বৃত্তির ব্যবস্থা রয়েছে। টিউশন ফি মওকুফ বা ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়তি ভাতা দেওয়া হয়। এ ছাড়া নানা সুযোগ-সুবিধার মধ্যে ক্যাম্পাসের ভেতরেই থাকার ব্যবস্থা, রেসিডেন্স ভিসা, স্বাস্থ্য ভাতা ইত্যাদিও দেওয়া হয়।
স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৮ হাজার দিরহাম বা প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়। আর অবিবাহিত পিএইচডি শিক্ষার্থীদের ১০ হাজার দিরহাম বা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর বিবাহিত শিক্ষার্থীদের দেওয়া হয় ১৫ হাজার দিরহাম বা প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রয়োজনীয় কাগজপত্র
সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৭ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগে
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে