সাদিকুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ১২ বছরে পদার্পণ করল। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথচলা স্মরণীয় করে রাখতে জমকালো ইভেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদ্যাপন করা হয়েছে ৭ নভেম্বর।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ ছাড়া ইভেন্টের অন্যান্য অংশের মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়টির মেল কমনরুমে ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং কুইজিং ক্লাবের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। পরে ১১ বছর পূর্তি উপলক্ষে অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটকের প্রদর্শনীসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই অর্জনের পথে যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাঁদের মহান আত্মত্যাগের ইতিহাস আমাদের স্মরণ করতে হবে। আমাদের এ মহান অর্জন যেন কিছুতেই বৃথা না যায়, সে লক্ষ্যে সব সময় আমাদের সকলকে কাজ করতে হবে।’ এ সময় তিনি জানান, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে শিক্ষার্থীদের ওপর। সমুদ্রসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এবং সমুদ্রে নিজেদের অধিকার অক্ষুণ্ন রাখতে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করেন তিনি।
২০১৩ সালের ২৬ অক্টোবর দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। এটি দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ১২ বছরে পদার্পণ করল। এটি দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পথচলা স্মরণীয় করে রাখতে জমকালো ইভেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদ্যাপন করা হয়েছে ৭ নভেম্বর।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ ছাড়া ইভেন্টের অন্যান্য অংশের মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়টির মেল কমনরুমে ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং কুইজিং ক্লাবের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। পরে ১১ বছর পূর্তি উপলক্ষে অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটকের প্রদর্শনীসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই অর্জনের পথে যাঁরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাঁদের মহান আত্মত্যাগের ইতিহাস আমাদের স্মরণ করতে হবে। আমাদের এ মহান অর্জন যেন কিছুতেই বৃথা না যায়, সে লক্ষ্যে সব সময় আমাদের সকলকে কাজ করতে হবে।’ এ সময় তিনি জানান, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে শিক্ষার্থীদের ওপর। সমুদ্রসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে এবং সমুদ্রে নিজেদের অধিকার অক্ষুণ্ন রাখতে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করেন তিনি।
২০১৩ সালের ২৬ অক্টোবর দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। এটি দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই ভোট গ্রহণ সাত দিন পেছানো হলো।
২ দিন আগে
রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
২ দিন আগে