আজকের পত্রিকা ডেস্ক

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ইভেন্ট droidcon Bangladesh ২০২৫। দুই দিন ধরে চলা এই আয়োজন বাংলাদেশের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছিল। এখানে ১৮টিরও বেশি প্রযুক্তিবিষয়ক সেশন, ১৯ জন দেশি-বিদেশি বক্তা এবং শত শত ডেভেলপার অংশ নেন।
বিশেষ এই ইভেন্ট যৌথভাবে আয়োজন করে Sunnat 629 Dev ও TechaByte Solutions এবং সহযোগিতায় ছিল IEEE Computer Society ও IUB CSE Department। Dynamic Solution Innovators Ltd, Brain Station 23 এবং Cheq ছিল ইভেন্টটির স্পন্সর হিসেবে। এ ছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে ছিল JetBrains, BDApps, Agile Bangladesh। ইভেন্টে মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
এবারের droidcon Bangladesh ছিল একেবারে অন্য রকম এক আয়োজন। দুই দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে অ্যাপ টেস্টিং, ক্লিন আর্কিটেকচার এবং UX/UI ডিজাইন ট্রেন্ড নিয়ে সেশন ছিল। এ ছাড়া Kotlin ও Flutter ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লিডারশিপ বিষয়েও আলোচনা হয়। প্রযুক্তির নানা দিক তুলে ধরে ইভেন্টে ছিল কিছু মজাদার কুইজ, লাইটনিং টক ও প্যানেল ডিসকাশন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ইভেন্টকে আরও গৌরবোজ্জ্বল করে তোলে। তাঁদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদের জন্য এই ধরনের আন্তর্জাতিক মানের ইভেন্টের গুরুত্ব এবং আগামীর প্রযুক্তি খাতে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় পথনির্দেশনা।
‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ আট বছর পর ফিরে এসে প্রমাণ করেছে যে, বাংলাদেশে এমন বিশ্বমানের প্রযুক্তি ইভেন্ট আয়োজন সম্ভব। ইভেন্টটি বাংলাদেশের প্রযুক্তি জগতের মানুষদের মধ্যে এক নতুন উদ্যম ও আকাঙ্ক্ষা তৈরি করেছে।
এই ইভেন্টের সফল আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা। এভাবে প্রতিবছর এমন আয়োজন দেশে আরও বড় সাফল্য এনে দেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ইভেন্ট droidcon Bangladesh ২০২৫। দুই দিন ধরে চলা এই আয়োজন বাংলাদেশের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছিল। এখানে ১৮টিরও বেশি প্রযুক্তিবিষয়ক সেশন, ১৯ জন দেশি-বিদেশি বক্তা এবং শত শত ডেভেলপার অংশ নেন।
বিশেষ এই ইভেন্ট যৌথভাবে আয়োজন করে Sunnat 629 Dev ও TechaByte Solutions এবং সহযোগিতায় ছিল IEEE Computer Society ও IUB CSE Department। Dynamic Solution Innovators Ltd, Brain Station 23 এবং Cheq ছিল ইভেন্টটির স্পন্সর হিসেবে। এ ছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে ছিল JetBrains, BDApps, Agile Bangladesh। ইভেন্টে মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
এবারের droidcon Bangladesh ছিল একেবারে অন্য রকম এক আয়োজন। দুই দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে অ্যাপ টেস্টিং, ক্লিন আর্কিটেকচার এবং UX/UI ডিজাইন ট্রেন্ড নিয়ে সেশন ছিল। এ ছাড়া Kotlin ও Flutter ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লিডারশিপ বিষয়েও আলোচনা হয়। প্রযুক্তির নানা দিক তুলে ধরে ইভেন্টে ছিল কিছু মজাদার কুইজ, লাইটনিং টক ও প্যানেল ডিসকাশন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ইভেন্টকে আরও গৌরবোজ্জ্বল করে তোলে। তাঁদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদের জন্য এই ধরনের আন্তর্জাতিক মানের ইভেন্টের গুরুত্ব এবং আগামীর প্রযুক্তি খাতে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় পথনির্দেশনা।
‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ আট বছর পর ফিরে এসে প্রমাণ করেছে যে, বাংলাদেশে এমন বিশ্বমানের প্রযুক্তি ইভেন্ট আয়োজন সম্ভব। ইভেন্টটি বাংলাদেশের প্রযুক্তি জগতের মানুষদের মধ্যে এক নতুন উদ্যম ও আকাঙ্ক্ষা তৈরি করেছে।
এই ইভেন্টের সফল আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা। এভাবে প্রতিবছর এমন আয়োজন দেশে আরও বড় সাফল্য এনে দেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
৯ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
১২ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
১৯ ঘণ্টা আগে