জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি সি ও ই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফলাফল দেখা যায়। তবে বি ইউনিটের ফলাফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, চলতি বছর বি ইউনিটের পরীক্ষায় আইন অনুষদসহ ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। পাস করেছে নয় হাজার ৭৬৪ জন। পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।
বি ইউনিটের ছাত্র–ছাত্রীদের পৃথক দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম শিফটে ৫৭ জন ও দ্বিতীয় শিফটে ১৩৬ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে ছাত্রীদের প্রথম শিফটে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফটে ১৭১ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে।
ই ইউনিটের তথা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা জানান, ২০০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ।
এ ছাড়া সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদে ৩৮৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। পাস করেছে ১৮ হাজার ৬৯০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যেক ইউনিটের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক আসনের বিপরীতে মোট আসনসংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে সি ইউনিটে পৃথকভাবে প্রত্নতত্ত্ব ও ইংরেজি বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। একই ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্যও আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
শিফট বৈষম্যের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিফট পদ্ধতিতে একটি বৈষম্য তৈরি হয়। তবে সব শিফটে প্রশ্ন একই ক্যাটাগরিতে অনেকগুলো সেটে হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি। কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করায় আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি সি ও ই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফলাফল দেখা যায়। তবে বি ইউনিটের ফলাফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, চলতি বছর বি ইউনিটের পরীক্ষায় আইন অনুষদসহ ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। পাস করেছে নয় হাজার ৭৬৪ জন। পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।
বি ইউনিটের ছাত্র–ছাত্রীদের পৃথক দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম শিফটে ৫৭ জন ও দ্বিতীয় শিফটে ১৩৬ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে ছাত্রীদের প্রথম শিফটে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফটে ১৭১ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে।
ই ইউনিটের তথা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা জানান, ২০০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ।
এ ছাড়া সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদে ৩৮৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। পাস করেছে ১৮ হাজার ৬৯০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যেক ইউনিটের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক আসনের বিপরীতে মোট আসনসংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে সি ইউনিটে পৃথকভাবে প্রত্নতত্ত্ব ও ইংরেজি বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। একই ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্যও আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
শিফট বৈষম্যের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিফট পদ্ধতিতে একটি বৈষম্য তৈরি হয়। তবে সব শিফটে প্রশ্ন একই ক্যাটাগরিতে অনেকগুলো সেটে হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি। কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করায় আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।’

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার-এর সাবেক সিনিয়র রোভারমেট ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
আরও একদল তরুণ শিক্ষার্থীর উচ্চশিক্ষার যাত্রা শুরু হলো ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের ব্রাঞ্চ ক্যাম্পাসে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর বনানীর ইউসিএসআই ক্যাম্পাস। সম্প্রতি জানুয়ারি-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
প্রতিবছর দেশের লক্ষাধিক শিক্ষার্থী মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির স্বপ্ন নিয়ে পরীক্ষায় অংশ নেন। এবারও সরকারি ও বেসরকারি এমবিবিএস-বিডিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
৩ ঘণ্টা আগে
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮৭.৪৪ শতাংশ।
৩ ঘণ্টা আগে