শিক্ষা ডেস্ক
ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ডেনিশ সরকারি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির সরকার। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ছয়টি অনুষদ নিয়ে গঠিত। যার চারটি স্বতন্ত্র ক্যাম্পাসে পাঠদান করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৬টি ভিন্ন বিভাগ এবং ১২২টি পৃথক গবেষণা কেন্দ্র রয়েছে। ২০২২ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি থেকে ১০ জন নোবেল বিজয়ী ও ১ জন টুরিং পুরস্কারবিজয়ী সাবেক শিক্ষার্থী রয়েছেন।
সুযোগ-সুবিধা
ডেনিশ সরকারি বৃত্তির জন্য আবেদন করতে কোনো ধরনের আবেদন ফি প্রয়োজন নেই। অবস্থাভেদে বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি বা আংশিক ফি মওকুফ প্রদান করা হবে। এ ছাড়া মৌলিক জীবনযাত্রার খরচ মেটানোর জন্য উপবৃত্তি প্রদান করা হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
সামাজিক বিজ্ঞান অনুষদ, মানবিক অনুষদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ ও ধর্মতত্ত্ব অনুষদ।
ক্যাম্পাসগুলো
অনুষদগুলোর পাঠদান চারটি প্রদান ক্যাম্পাসে পরিচালিত হয়। এগুলো হলো: উত্তর ক্যাম্পাস (বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের বেশির ভাগ অংশ এখানে অবস্থিত)। সিটি ক্যাম্পাস (সামাজিক বিজ্ঞান এবং কেন্দ্রীয় প্রশাসন অনুষদের পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের কিছু অংশ এবং বিজ্ঞান অনুষদের আবাসস্থল)।
দক্ষিণ ক্যাম্পাস (মানবিক অনুষদ, আইন অনুষদ, ধর্মতত্ত্ব অনুষদ এবং বিজ্ঞান অনুষদের একটি ছোট অংশ এখানে রয়েছে)। ফ্রেডেরিকসবার্গ ক্যাম্পাস (বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর আবাসন এখানে রয়েছে)। স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদগুলোও টাস্ট্রুপ ক্যাম্পাস ব্যবহার করে।
আবেদনের যোগ্যতা আগ্রহীদের আন্তর্জাতিক
শিক্ষার্থী হতে হবে। এর মধ্যে প্রার্থীদের নন-ইইউ/ইইএর নাগরিক হতে হবে। কোর্স শেষ করার জন্য প্রার্থীর আবাসিক পারমিট থাকতে হবে। এ ছাড়া বৃত্তির অন্য যেসব মানদণ্ড রয়েছে, সেগুলো পূরণ করতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৫।
ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ডেনিশ সরকারি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটিতে অর্থায়ন করবে দেশটির সরকার। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ছয়টি অনুষদ নিয়ে গঠিত। যার চারটি স্বতন্ত্র ক্যাম্পাসে পাঠদান করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৬টি ভিন্ন বিভাগ এবং ১২২টি পৃথক গবেষণা কেন্দ্র রয়েছে। ২০২২ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি থেকে ১০ জন নোবেল বিজয়ী ও ১ জন টুরিং পুরস্কারবিজয়ী সাবেক শিক্ষার্থী রয়েছেন।
সুযোগ-সুবিধা
ডেনিশ সরকারি বৃত্তির জন্য আবেদন করতে কোনো ধরনের আবেদন ফি প্রয়োজন নেই। অবস্থাভেদে বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি বা আংশিক ফি মওকুফ প্রদান করা হবে। এ ছাড়া মৌলিক জীবনযাত্রার খরচ মেটানোর জন্য উপবৃত্তি প্রদান করা হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
সামাজিক বিজ্ঞান অনুষদ, মানবিক অনুষদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদ ও ধর্মতত্ত্ব অনুষদ।
ক্যাম্পাসগুলো
অনুষদগুলোর পাঠদান চারটি প্রদান ক্যাম্পাসে পরিচালিত হয়। এগুলো হলো: উত্তর ক্যাম্পাস (বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের বেশির ভাগ অংশ এখানে অবস্থিত)। সিটি ক্যাম্পাস (সামাজিক বিজ্ঞান এবং কেন্দ্রীয় প্রশাসন অনুষদের পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের কিছু অংশ এবং বিজ্ঞান অনুষদের আবাসস্থল)।
দক্ষিণ ক্যাম্পাস (মানবিক অনুষদ, আইন অনুষদ, ধর্মতত্ত্ব অনুষদ এবং বিজ্ঞান অনুষদের একটি ছোট অংশ এখানে রয়েছে)। ফ্রেডেরিকসবার্গ ক্যাম্পাস (বিজ্ঞান অনুষদ এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর আবাসন এখানে রয়েছে)। স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদগুলোও টাস্ট্রুপ ক্যাম্পাস ব্যবহার করে।
আবেদনের যোগ্যতা আগ্রহীদের আন্তর্জাতিক
শিক্ষার্থী হতে হবে। এর মধ্যে প্রার্থীদের নন-ইইউ/ইইএর নাগরিক হতে হবে। কোর্স শেষ করার জন্য প্রার্থীর আবাসিক পারমিট থাকতে হবে। এ ছাড়া বৃত্তির অন্য যেসব মানদণ্ড রয়েছে, সেগুলো পূরণ করতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৫।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন–ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্দিষ্ট চারটি কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে।
৮ ঘণ্টা আগেকুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেয় ১৩ জন, রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন, এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১১ জন।
১৪ ঘণ্টা আগেটানা প্রায় দেড় দশক ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার বেড়েছিল। ২০২১ সালে তা গিয়ে ওঠে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশে। কিন্তু চলতি বছর সে ধারা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এবার এসএসসি ও সমমানে পাসের হার মাত্র ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১০ সালে পাসের...
২১ ঘণ্টা আগে‘আমি নিজে ওকে পড়াইনি। তবে সবসময় স্কুল, কোচিং সব জায়গাতে ওর সাথে গেছি। ঘরের সমস্ত কাজ করে ওকে সময় দেওয়ার চেষ্টা করেছি। ওর মনোযোগটা যেন অন্য কোনোদিকে সরে না যায়, সেদিকে খেয়াল রেখেছি।’ কাঁপা গলায় কথাগুলো বলছিলেন গর্বিত মা কুমকুম হাবিবা। তার ছেলে ওয়াকিল জান্নাত ইয়াশফি এবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (বন
১ দিন আগে