নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের প্রায় আড়াই হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করতে আগ্রহী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ঈদুল ফিতরের পর মে মাসের মধ্যে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য সারা দেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটির কাছে খসড়া তালিকার বিষয়ে জানতে চান এবং তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এরপর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কমিটিকে নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম তালিকায় যুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে উপস্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদ্রাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে এমপিওভুক্তির শর্ত যেসব প্রতিষ্ঠান পূরণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তালিকায় প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঈদের আগে শিক্ষামন্ত্রীর কাছে তালিকা উপস্থাপনের পর তিনি তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবেন। এরপর ঈদের পর মে মাসে তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন জানান, যেসব প্রতিষ্ঠান শর্তপূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে যাদের সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

সারা দেশের প্রায় আড়াই হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করতে আগ্রহী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ঈদুল ফিতরের পর মে মাসের মধ্যে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য সারা দেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটির কাছে খসড়া তালিকার বিষয়ে জানতে চান এবং তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এরপর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কমিটিকে নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম তালিকায় যুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে উপস্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদ্রাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে এমপিওভুক্তির শর্ত যেসব প্রতিষ্ঠান পূরণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তালিকায় প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঈদের আগে শিক্ষামন্ত্রীর কাছে তালিকা উপস্থাপনের পর তিনি তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবেন। এরপর ঈদের পর মে মাসে তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন জানান, যেসব প্রতিষ্ঠান শর্তপূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে যাদের সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ উপদেষ্টা পরিষদে উঠছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হবে।
১১ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন মাহিরা ইসলাম আসফি। তিনি তাঁর অসামান্য একাডেমিক ফলাফলের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২৬তম সমাবর্তনে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন।
১৪ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
১৫ ঘণ্টা আগে