নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের প্রায় আড়াই হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করতে আগ্রহী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ঈদুল ফিতরের পর মে মাসের মধ্যে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য সারা দেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটির কাছে খসড়া তালিকার বিষয়ে জানতে চান এবং তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এরপর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কমিটিকে নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম তালিকায় যুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে উপস্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদ্রাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে এমপিওভুক্তির শর্ত যেসব প্রতিষ্ঠান পূরণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তালিকায় প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঈদের আগে শিক্ষামন্ত্রীর কাছে তালিকা উপস্থাপনের পর তিনি তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবেন। এরপর ঈদের পর মে মাসে তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন জানান, যেসব প্রতিষ্ঠান শর্তপূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে যাদের সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

সারা দেশের প্রায় আড়াই হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এমপিওভুক্তির এই তালিকা চূড়ান্ত করতে আগ্রহী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ঈদুল ফিতরের পর মে মাসের মধ্যে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য সারা দেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটির কাছে খসড়া তালিকার বিষয়ে জানতে চান এবং তালিকায় যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
এরপর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কমিটিকে নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম তালিকায় যুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে উপস্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদ্রাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে এমপিওভুক্তির শর্ত যেসব প্রতিষ্ঠান পূরণ করেছে তাদের তালিকা করা হয়েছে। তালিকায় প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঈদের আগে শিক্ষামন্ত্রীর কাছে তালিকা উপস্থাপনের পর তিনি তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবেন। এরপর ঈদের পর মে মাসে তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন জানান, যেসব প্রতিষ্ঠান শর্তপূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে যাদের সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯৩ পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধারায় পরীক্ষা বাতিলসহ এক থেকে তিন বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্
৫ ঘণ্টা আগে
দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ জানুয়ারি, রোববার আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে...
৬ ঘণ্টা আগে