Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯, বহিষ্কার ৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯, বহিষ্কার ৪৩
ফাইল ছবি

সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার শুরুর দিনেই আজ বৃহস্পতিবার (২৬ জুন) ১১ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এ ছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা ১ম পত্র, মাদ্রাসায় কোরআন মজিদ ও কারিগরিতে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তশিক্ষা বোর্ড সূত্র জানায়, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮ জন, যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ জন, সিলেট বোর্ডে ৮২৪ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ২৯ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ জন, ময়মনসিংহ বোর্ডে ৮৮০ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৫০ জন।

আর কুমিল্লা বোর্ডে ৩, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১ জন করে ৩ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন আর কারিগরি বোর্ডে ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবার নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত