নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন চলতি মাসের শেষে শুরু হতে পারে। ইতিমধ্যে কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, কলেজ ভর্তির নতুন নীতিমালায় মাইগ্রেশন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা।
এর আগে স্কুল ভর্তিতে প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শক মিলে কলেজে ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আশা করছি, চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’
মিশনারি কলেজে ভর্তি নিজস্ব পদ্ধতিতে
প্রতিবছরের মতো এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে মিশনারি পরিচালিত কলেজগুলো। এসব কলেজে হচ্ছে: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, বিগত সময়ের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে।

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন চলতি মাসের শেষে শুরু হতে পারে। ইতিমধ্যে কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, কলেজ ভর্তির নতুন নীতিমালায় মাইগ্রেশন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা।
এর আগে স্কুল ভর্তিতে প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শক মিলে কলেজে ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আশা করছি, চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’
মিশনারি কলেজে ভর্তি নিজস্ব পদ্ধতিতে
প্রতিবছরের মতো এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে মিশনারি পরিচালিত কলেজগুলো। এসব কলেজে হচ্ছে: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, বিগত সময়ের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
২ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
৭ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে