Ajker Patrika

এমআইএসটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

শিক্ষা ডেস্ক
এমআইএসটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২০২৫ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি-ইচ্ছুকরা আবেদন করতে পারছেন। আবেদন চলবে আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এবারও আছে। তবে এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে।

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

এমআইএসটিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের ২০২২-২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ (জিপিএ-৫) পেতে হবে। আর ২০২৩-২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ-৪ করে পেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...