
বাংলাদেশ ও নেপালে শিক্ষার আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করতে অক্সফোর্ডএকিউএ তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অভিজ্ঞ শিক্ষাবিদ শাহীন রেজাকে বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
অক্সফোর্ডএকিউএ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড একিউএর যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে ২২টি জিসিএসই, ১৪টি এএস ও এ-লেভেল কোর্স পরিচালনা করছে একিউএ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ফেয়ার অ্যাসেসমেন্ট’ নীতি মূল্যায়নের কাজও করছে।
বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্কুলগুলোর জন্য একটি আধুনিক ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি করেছে; যা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।
অক্সফোর্ডএকিউএর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্বে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শাহীন রেজার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে।’
দক্ষিণ এশিয়ায় যুক্তরাজ্যের কারিকুলাম পরিচালনা ও শিক্ষা গবেষণায় ২৫ বছরের অভিজ্ঞতা থাকা শাহীন রেজা নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি ও একিউএ বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ও নেপালে এই কার্যক্রমের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি শিক্ষাবিদ, স্কুল লিডার ও অংশীজনদের সঙ্গে মিলে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করতে চাই।’
অক্সফোর্ডএকিউএ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও বিনা মূল্যে প্রশিক্ষণ, ওয়েবিনার ও পাঠ্য সহায়তা প্রদান করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কারিকুলাম চালু করেছে, যা আরলি ইয়ারস থেকে লোয়ার সেকেন্ডারি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক শিক্ষাক্রম।
বিশ্বের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই পাঠ্যক্রম গ্রহণ করেছে। যা শিক্ষার্থীদের সাস্টেইনেবিলিটি, গ্লোবাল স্কিলস এবং মানসিক সুস্থতা বিষয়ে প্রশিক্ষিত করছে।
অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের ফলে বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীরা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ পাবে। শাহীন রেজার নেতৃত্বে এই অঞ্চলের শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও নেপালে শিক্ষার আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করতে অক্সফোর্ডএকিউএ তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অভিজ্ঞ শিক্ষাবিদ শাহীন রেজাকে বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
অক্সফোর্ডএকিউএ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড একিউএর যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে ২২টি জিসিএসই, ১৪টি এএস ও এ-লেভেল কোর্স পরিচালনা করছে একিউএ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ফেয়ার অ্যাসেসমেন্ট’ নীতি মূল্যায়নের কাজও করছে।
বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্কুলগুলোর জন্য একটি আধুনিক ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি করেছে; যা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।
অক্সফোর্ডএকিউএর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্বে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শাহীন রেজার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে।’
দক্ষিণ এশিয়ায় যুক্তরাজ্যের কারিকুলাম পরিচালনা ও শিক্ষা গবেষণায় ২৫ বছরের অভিজ্ঞতা থাকা শাহীন রেজা নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি ও একিউএ বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ও নেপালে এই কার্যক্রমের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি শিক্ষাবিদ, স্কুল লিডার ও অংশীজনদের সঙ্গে মিলে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করতে চাই।’
অক্সফোর্ডএকিউএ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও বিনা মূল্যে প্রশিক্ষণ, ওয়েবিনার ও পাঠ্য সহায়তা প্রদান করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কারিকুলাম চালু করেছে, যা আরলি ইয়ারস থেকে লোয়ার সেকেন্ডারি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক শিক্ষাক্রম।
বিশ্বের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই পাঠ্যক্রম গ্রহণ করেছে। যা শিক্ষার্থীদের সাস্টেইনেবিলিটি, গ্লোবাল স্কিলস এবং মানসিক সুস্থতা বিষয়ে প্রশিক্ষিত করছে।
অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের ফলে বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীরা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ পাবে। শাহীন রেজার নেতৃত্বে এই অঞ্চলের শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
বিসিইউর একটি প্রতিনিধিদল এআইইউবি পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জাভিদ বাট, ড. মুহাম্মদ আদনান ও ড. মো. আশিকুল আলম খান। পরিদর্শনকালে এআইইউবি এবং বিসিইউর কর্মকর্তারা কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল প্রকল্পের উদ্দেশ্য, প্রশিক্ষণ কার্যক্রম...
১ ঘণ্টা আগে
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য...
৪ ঘণ্টা আগে
পড়ার টেবিলে বসে আছে রাফি। ১০ মিনিট পর দেখা যায় সে বই রেখে মোবাইলে স্ক্রল করছে। আবার দীর্ঘশ্বাস ফেলে বইয়ের দিকে তাকাচ্ছে। আসলে তার পড়ায় মন বসছে না। ‘পড়তে মন চাইছে না’—এ কথাটি আজকাল শিক্ষার্থীদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ‘মন চাইছে না’ কি আসলে মস্তিষ্কের কাজ, নাকি এর পেছনে রয়েছে...
১২ ঘণ্টা আগে