Ajker Patrika

সৌদিতে উচ্চশিক্ষা: পূর্ণ অর্থায়নে ৭০০ বৃত্তির আহ্বান

শিক্ষা ডেস্ক
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়

বেশির ভাগ শিক্ষার্থীর কাছে বিদেশে উচ্চশিক্ষা এক দূরাহত স্বপ্ন, বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে। তবে সৌদি সরকার সম্প্রতি যে ৭০০টি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তির ঘোষণা দিয়েছে, তা বদলে দিতে পারে অনেকের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়ে উঠছে বৈশ্বিক শিক্ষার্থীদের জ্ঞানের চারণভূমি।

আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি—সৌদি সরকারি বৃত্তি যেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিরল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির অন্তত ২৫টি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি থাকবে ৯০০ রিয়াল। আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকবে ৮৫০ রিয়াল। এ ছাড়া থাকছে বিনা মূল্যে বিমান টিকিট, বিনা মূল্যে আবাসন, বিবাহিতদের জন্য ভর্তির তিন মাসের মধ্যে সম্পূর্ণ সজ্জিত অ্যাপার্টমেন্ট, স্বাস্থ্যবিমার ব্যবস্থা, ওমরাহের সুযোগ এবং দেশটিতে যাতায়াতের খরচ।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের যেকোনো প্রার্থী এ বৃত্তির জন্য বাধাহীনভাবে আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের বয়সসীমা ৩০ বছরের কম হতে হবে। আর পিএইচডির জন্য ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। প্রত্যেক প্রার্থীকে শুধু একটি বৃত্তি প্রদান করা হবে। প্রার্থীদের আগে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা যাবে না।

সৌদির উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের তালিকা

ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, জেদ্দা বিশ্ববিদ্যালয়, হাফর আল-বাতিন বিশ্ববিদ্যালয়, বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়, কিং খালিদ বিশ্ববিদ্যালয়, তাইবাহ বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়, ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়।

আবেদনের পদ্ধতি

শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে বৃত্তিটির আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত