কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্পের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২১ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রসায়ন বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৭ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৪ জন এবং আইসিটি বিভাগ থেকে ১ জন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন।
ফেলোশিপপ্রাপ্ত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা হলেন—আয়েশা আক্তার, মাহিমা সোলতানা, সালমা আক্তার, তাজরিন আক্তার, নাবিলা ইসলাম, খালিদ হাসান, সামিয়া ইসলাম, মনমন পোদ্দার ও বিউটি আক্তার।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা হলেন—শারমিন আক্তার, মো. সাজ্জাদ হোসেন রাসেল, মোসাম্মদ নাজিফা তাবাসসুম, তানজিনা আক্তার, আসাদুজ্জামান, তানভীরুল ইসলাম ও প্রণয় রয়।
পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ফেলোশিপ পেয়েছেন—মৌসুমি আক্তার, কাজী সাইফ উদ্দীন, আব্দুল্লাহ আল মোহাইমিন ও আবদুল হান্নান। আইসিটি বিভাগ থেকে উম্মে খুলসুম সাকিলা ফেলোশিপ পেয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান—এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্পের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২১ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রসায়ন বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৭ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৪ জন এবং আইসিটি বিভাগ থেকে ১ জন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন।
ফেলোশিপপ্রাপ্ত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা হলেন—আয়েশা আক্তার, মাহিমা সোলতানা, সালমা আক্তার, তাজরিন আক্তার, নাবিলা ইসলাম, খালিদ হাসান, সামিয়া ইসলাম, মনমন পোদ্দার ও বিউটি আক্তার।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা হলেন—শারমিন আক্তার, মো. সাজ্জাদ হোসেন রাসেল, মোসাম্মদ নাজিফা তাবাসসুম, তানজিনা আক্তার, আসাদুজ্জামান, তানভীরুল ইসলাম ও প্রণয় রয়।
পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ফেলোশিপ পেয়েছেন—মৌসুমি আক্তার, কাজী সাইফ উদ্দীন, আব্দুল্লাহ আল মোহাইমিন ও আবদুল হান্নান। আইসিটি বিভাগ থেকে উম্মে খুলসুম সাকিলা ফেলোশিপ পেয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান—এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্টের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
১১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্টাফ বাসে করে ক্যাম্পাসে আসার সময় তিন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে চিটাগাং রোড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গামী ১৩ নম্বর স্টাফ বাসে এ ঘটনা ঘটে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (NEF)–এর শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি–ডিসেম্বর ২০২৫ সময়কালের...
১ দিন আগে
তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
১ দিন আগে