জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।’
কামাল আহমদ বলেন, ‘অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’
এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে।

সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউন্টারে ফি দেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় নারী পর্যটকদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় ও পর্যটকেরা জানায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসেন। এ সময় তাঁদের জাফলং টুরিস্ট স্পটে প্রবেশ করার সময় উপজেলা প্রশাসনের ১০ টাকা টিকিটের কাউন্টারে ফি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয় সেখানে নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।
স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এঘটনা ফেসবুকে লাইভ করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। এ সময় তাঁদের আর্তচিৎকারে কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে। হামলার সময় স্থানীয় প্রশাসনের লোকজন সেখানে ছিল না।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটন কেন্দ্রে ১০ টাকা টিকিটের জন্য স্বেচ্ছাসেবীরা এ হামলা করেছে। এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে হামলাকারীদের শুধু গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাসহ সিলেট-তামাবিল মহাসড়ক বন্ধ করা হবে।’
কামাল আহমদ বলেন, ‘অবিলম্বে এই অযৌক্তিক টিকিট কাউন্টার বন্ধ করতে হবে। পর্যটন সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’
এ ব্যাপারে সিলেট জেলা টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ জানায়, বিষয়টি জানার পর তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজন স্বেচ্ছাসেবীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, এঘটনায় এরই মধ্যে গোয়াইনঘাট থানা-পুলিশ দুজনকে আটক করেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে