গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র্যাবের অধিনায়ক আরাফাত ইসলাম।
আরাফাত ইসলাম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সঙ্গে একই গ্রামের হযরত আলী ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেন হযরত আলী আমান।
২০১৬ সালের ১২ নভেম্বর আদালতে মামলার রায় পেয়ে আব্দুল জলিল তাঁর লোকজন নিয়ে ধান কাটতে যান। আগাম ধান কাটার বিষয়টি জানার পর হযরত আলী গোপনে তাঁর পাশের চালকল থেকে বিদ্যুতের তার দিয়ে পুরো জমি ঘিরে ফেলেন। ওই চালকলের মালিক ছিলেন হাফিজুর রহমান। ওই দিন সকালে আব্দুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন শ্রমিকদের নিয়ে ধান কাটতে নামলে প্রথমে তসলিম উদ্দিন বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে মর্জিনা খাতুন নামের এক নারী শ্রমিক বিদ্যুতায়িত হন। এরই মধ্যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই রাতেই তসলিম উদ্দিনের চাচা মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ঘটনার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্ত হাফিজুর রহমানকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত ছিল। গতকাল বৃহস্পতিবার র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব-১৩-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মো. নাজমুল হক, ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ প্রমুখ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র্যাবের অধিনায়ক আরাফাত ইসলাম।
আরাফাত ইসলাম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সঙ্গে একই গ্রামের হযরত আলী ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেন হযরত আলী আমান।
২০১৬ সালের ১২ নভেম্বর আদালতে মামলার রায় পেয়ে আব্দুল জলিল তাঁর লোকজন নিয়ে ধান কাটতে যান। আগাম ধান কাটার বিষয়টি জানার পর হযরত আলী গোপনে তাঁর পাশের চালকল থেকে বিদ্যুতের তার দিয়ে পুরো জমি ঘিরে ফেলেন। ওই চালকলের মালিক ছিলেন হাফিজুর রহমান। ওই দিন সকালে আব্দুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন শ্রমিকদের নিয়ে ধান কাটতে নামলে প্রথমে তসলিম উদ্দিন বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে মর্জিনা খাতুন নামের এক নারী শ্রমিক বিদ্যুতায়িত হন। এরই মধ্যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই রাতেই তসলিম উদ্দিনের চাচা মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ঘটনার পর থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্ত হাফিজুর রহমানকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত ছিল। গতকাল বৃহস্পতিবার র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব-১৩-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মো. নাজমুল হক, ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ প্রমুখ।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৫ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে