প্রতিনিধি

রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।
অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।
চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।
অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।
চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে