পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।
সকালে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শমসের আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম প্রমুখ।
উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে পরদিন পাটগ্রাম থানায় মামলা করেন নিহতের ছোট ছেলে রিফাত হাসান দেন।

লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।
সকালে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শমসের আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম প্রমুখ।
উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে পরদিন পাটগ্রাম থানায় মামলা করেন নিহতের ছোট ছেলে রিফাত হাসান দেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে