রংপুর প্রতিনিধি

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে টিটু রায় (৪০) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার। তিনি বলেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় আসামি টিটু রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলা থেকে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া থানার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর ফতুল্লায় থাকার সময় এমডি টিটু নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন টিটু। ওই পোস্টকে কেন্দ্র করে ঠাকুরপাড়া এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
২০১৭ সালের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর শাস্তি দাবি করে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত মানুষ টিটুর বাড়িসহ ঠাকুরপাড়ার হিন্দুপল্লির বাড়িঘরে আগুন দেন। এই ঘটনায় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন পুলিশসহ ১৫ জন। এ নিয়ে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, ‘সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে রায় হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক প্রতিবেদন থেকে টিটু রায়ের মোবাইল ফোন থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমি মনে করি, নিরক্ষর একজন ছেলের পক্ষে ভুয়া আইডি খুলে এ রকম পোস্ট দেওয়া সম্ভব না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে টিটু রায় (৪০) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার। তিনি বলেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় আসামি টিটু রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
মামলা থেকে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া থানার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর ফতুল্লায় থাকার সময় এমডি টিটু নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন টিটু। ওই পোস্টকে কেন্দ্র করে ঠাকুরপাড়া এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
২০১৭ সালের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর শাস্তি দাবি করে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত মানুষ টিটুর বাড়িসহ ঠাকুরপাড়ার হিন্দুপল্লির বাড়িঘরে আগুন দেন। এই ঘটনায় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন পুলিশসহ ১৫ জন। এ নিয়ে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, ‘সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে রায় হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক প্রতিবেদন থেকে টিটু রায়ের মোবাইল ফোন থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমি মনে করি, নিরক্ষর একজন ছেলের পক্ষে ভুয়া আইডি খুলে এ রকম পোস্ট দেওয়া সম্ভব না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে