তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত করা ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার দুটি স্থান থেকে সারগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা কামাল রাজু গোডাউনে সার না রেখে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে ২৬২ বস্তা সার মজুত করেছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমেই একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য আরেকটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার জব্দ করি। এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠিন বাজারে মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিকের চা-বাগানের ঘরে ৯০ বস্তা ও ফজললুক হকের বাড়িতে ১৭৩ বস্তা ডিএপি (ড্যাপ) সার অবৈধভাবে মজুত করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। আজ উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা সার জব্দ করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসি ডিলার মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারের ডিলার, আমি তো চুরি-ডাকাতি করিনি। গতকাল সারের জন্য টাকা পেমেন্ট করেছি। বুড়াবুড়ি বাজারে গোডাউন না থাকায় এভাবে রাখতে হয়েছে। তাই আমাকে ক্ষতিগ্রস্ত না করে সারগুলো আগের দামে বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালেও কাজ হয়নি।’
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এবং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত করা ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার দুটি স্থান থেকে সারগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা কামাল রাজু গোডাউনে সার না রেখে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে ২৬২ বস্তা সার মজুত করেছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমেই একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য আরেকটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার জব্দ করি। এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠিন বাজারে মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিকের চা-বাগানের ঘরে ৯০ বস্তা ও ফজললুক হকের বাড়িতে ১৭৩ বস্তা ডিএপি (ড্যাপ) সার অবৈধভাবে মজুত করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। আজ উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা সার জব্দ করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসি ডিলার মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারের ডিলার, আমি তো চুরি-ডাকাতি করিনি। গতকাল সারের জন্য টাকা পেমেন্ট করেছি। বুড়াবুড়ি বাজারে গোডাউন না থাকায় এভাবে রাখতে হয়েছে। তাই আমাকে ক্ষতিগ্রস্ত না করে সারগুলো আগের দামে বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালেও কাজ হয়নি।’
অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এবং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে