ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে