সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চাকরি দেওয়ার নামে ৩২ জনের কাছ থেকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের দুজনকে আটক করেন ভুক্তভোগীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আটক জাহিদুল ও জান্নাতুল ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দেন। তাঁরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে সৈয়দপুর, পঞ্চগড় জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার ওই লোকজনের কাছ থেকে সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন। তাঁদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ডবয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাঁও এলাকার মহেন্দ্র নাথ রায়ের ছেলে দুলাল চন্দ্র ও ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার শুসেন রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভুয়া নিয়োগপত্র দেন।
একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান ২ লাখ টাকা দিলেও তাঁকে চাকরি দেওয়ার নাম করে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও ৫ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে আতিকুর রহমান প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। দাবি করা ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে কৌশলে জাহিদুল ও তাঁর স্ত্রীকে সৈয়দপুরে ডেকে আনেন। সেখানে অন্য চাকরিপ্রার্থীরা উপস্থিত হয়ে তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে আটক স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণপত্র নেই।

নীলফামারীর সৈয়দপুরে চাকরি দেওয়ার নামে ৩২ জনের কাছ থেকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জামে মসজিদের সামনে থেকে তাঁদের দুজনকে আটক করেন ভুক্তভোগীরা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের পাটোয়ারীপাড়ার আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আটক জাহিদুল ও জান্নাতুল ঢাকার গোল্ডেন সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পরিচয় দেন। তাঁরা এ প্রতিষ্ঠানের মাধ্যমে সৈয়দপুর, পঞ্চগড় জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার ওই লোকজনের কাছ থেকে সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন। তাঁদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সহকারী ওয়ার্ডবয় পদে দিনাজপুরের বোচাগঞ্জের রুহিগাঁও এলাকার মহেন্দ্র নাথ রায়ের ছেলে দুলাল চন্দ্র ও ওয়ার্ড মাস্টার পদে একই এলাকার শুসেন রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়ের কাছ থেকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভুয়া নিয়োগপত্র দেন।
একইভাবে আরেক চাকরিপ্রত্যাশী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ির আজিজার রহমানের ছেলে আতিকুর রহমান ২ লাখ টাকা দিলেও তাঁকে চাকরি দেওয়ার নাম করে ঘোরাতে থাকেন। তাঁর কাছ থেকে আরও ৫ লাখ টাকা দাবি করেন। পরে খোঁজখবর নিয়ে আতিকুর রহমান প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। দাবি করা ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে কৌশলে জাহিদুল ও তাঁর স্ত্রীকে সৈয়দপুরে ডেকে আনেন। সেখানে অন্য চাকরিপ্রার্থীরা উপস্থিত হয়ে তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে আটক স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, আটক জাহিদুল চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এখনো প্রতারণার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। কারণ, অভিযোগকারীদের কাছে তেমন কোনো প্রমাণপত্র নেই।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে