রংপুর প্রতিনিধি

রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’

রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসলের দৃশ্য ধারণ করার সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের এক সহকারী পরিচালককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। তাঁর বাড়ি লালমনিরহাটে। চাকরির সুবাদে রংপুরের টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সিপাড়া এলাকার একটি একতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন জাফরুল হাসান জুয়েল।
ওই নারী ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে জাফরুল হাসান জুয়েলকে আটক করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই নারীর স্বামী বলেন, ‘বিকেলে আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। একপর্যায়ে দেখেন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করা হচ্ছে। সে চিৎকার দিয়ে বাথরুমের বাইরে চলে আসে। তাৎক্ষণিকভাবে আমি বাসা থেকে বের হতেই দেখি জাফরুল হাসান দৌড়ে পালাচ্ছে। রাস্তায় স্থানীয় লোকজন তাকে আটক করে। এরপর তাকে আমরা পুলিশে দিই।’
এই ব্যক্তি আরও বলেন, ‘তার কাছে মোবাইল চেক করে দুটা ভিডিও পাওয়া গেছে। একটি দেড় মিনিট ও একটি দুই মিনিটের ভিডিও। এটা বলতেও খারাপ লাগতেছে। আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘একজন ব্যক্তি ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ দেয়, মুন্সিপাড়া এলাকায় জুয়েল নামের ব্যক্তি এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম নিয়ে আমরা সেখানে যাই।’
ওসি জানান, জুয়েলকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসি (বীজ বিপণন) রংপুরের উপপরিচালক মাসুদ সুলতান আজকের পত্রিকাকে সেলফোনে বলেন, ‘জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে রয়েছেন। ঘটনাটি আংশিক শুনেছি। আমরা বিষয়টি জানতে থানায় যাব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে