পাবনা প্রতিনিধি

পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।

পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে