Ajker Patrika

বাঘায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১ 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১ 

রাজশাহীর বাঘায় ছুরিকাঘাতে ব্যবসায়ী মামুন হোসেন হত্যা মামলায় আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘা থানার পুলিশ আড়ানী পৌর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আবদুস সালাম মিজানুর রহমান খোকনের মাংসের দোকানের কর্মচারী। মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি। নিহত মামুন ও মিজানুর মামাতো-ফুপাতো ভাই। তাঁরা দুজনই মাংস ব্যবসায়ী। 

মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে মামুন হোসেন আড়ানী বাজারে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় মিজানুরও পাশে মাংস বিক্রি করছিলেন। দু’জনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন মামুনকে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ রোববার জানাজার পর আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

নিহত মামুনের বড় মামা বাদশা হোসেন বলেন, ‘আমার ছোট ভাগনে মানিক হোসেন বাদী হয়ে গতকাল রাতে মিজানুরকে প্রধান আসামিসহ পাঁচজনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা করেছে। এ মামলার আরেক আসামি আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মামুন হোসেনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ‘আমার বড় ভাই মামুন ও ফুপাতো ভাই মিজানুর যৌথ মালিকানায় মাংসের ব্যবসা করতেন। দুই মাস আগে ব্যবসা আলাদা করেন তাঁরা। শনিবার দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করেন খোকন।’ 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার হয়েছে। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত