Ajker Patrika

এনায়েতপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
এনায়েতপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

এনায়েতপুরে নুর মোহাম্মদ (২৫) নামে এক তাঁত শ্রমিকের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নুর মোহাম্মদ পলাতক রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পরে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে রাখা হয়।  

তাকে উদ্ধার করেছে পুলিশ থানা হেফজতে রেখেছে।

ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে নুর মোহাম্মদ (২৫) কিশোরীকে কু-প্রস্তাব দিত। এতে রাজি হয়নি ওই কিশোরী।  হঠাৎ গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাড়ির পাশের মুদি দোকানে গেলে অভিযুক্ত নুর মোহাম্মদ মুখ চেয়ে ধরে তাকে পাশের বাগানে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার সকালে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই কিশোরী থানায় হেফাজতে রাখা হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।  এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত