পাবনা ও চাটমোহর প্রতিনিধি

মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করেন বাবা। স্বপ্ন দেখেন, ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, চাকরি করে অভাবী সংসারে সচ্ছলতা আনবে। কিন্তু সেই ছেলের হাতে যদি সেই বাবা মারধরের শিকার হন, তাহলে তাঁর কেমন যন্ত্রণা হবে, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না।
পাবনার চাটমোহর উপজেলায় এমনই এক ঘটনা ঘটেছে। শিক্ষক ছেলে মজনুর রহমানের হাতে লাঞ্ছিত হয়েছেন এক বাবা। বাবাকে ছেলের লাথি মারাসহ লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করেন ভুক্তভোগী বাবা। সে মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মহেলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটকের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মহেলা বাজার পোস্ট অফিসে পোস্টমাস্টার হিসেবে চাকরি করেন ষাটোর্ধ্ব ওই বাবা। তাঁর ছেলে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে কর্মরত। বাবা-ছেলের মধ্যে পারিবারিক কোনো বিষয় নিয়ে বিরোধ ছিল।
মঙ্গলবার সকালে ছেলে তাঁর বাবার কর্মস্থলে যান। সেখানে অফিসে ঢুকে বাবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে বাবার মোবাইল ফোনটি জোর করে ছিনিয়ে নেন। মোবাইল ফোনটি ফেরত চেয়ে সেই বাবা কখনো ছেলের পা ধরে রাখেন, কখনো তাঁর মোটরসাইকেল টেনে ধরেন। ওই সময় ছেলে তাঁর বাবাকে লাথি মারেন। সেই সঙ্গে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এসে ছেলেকে নিবৃত্ত করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি চাটমোহর থানায় প্রথমে মৌখিকভাবে জানান ভুক্তভোগী বাবা। পরে পুলিশ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গতকাল বাবার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ছেলে দাবি করেন, অভিযোগ সত্য নয়। তাঁর ভাগনে পরিকল্পনা করে ভিডিওটি করেছেন।
ভুক্তভোগী বাবা জানান, ছেলের কাছ থেকে এমন আচরণ আশা করেননি। মানসিকভাবে কষ্ট পেয়েছেন। তাই আইনের আশ্রয় নিয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বাবা বাদী হয়ে মামলা করেছেন। ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ‘থানায় মামলার কপি চেয়েছি। কপি হাতে পাওয়ার পর কমিটির সদস্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করেন বাবা। স্বপ্ন দেখেন, ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, চাকরি করে অভাবী সংসারে সচ্ছলতা আনবে। কিন্তু সেই ছেলের হাতে যদি সেই বাবা মারধরের শিকার হন, তাহলে তাঁর কেমন যন্ত্রণা হবে, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না।
পাবনার চাটমোহর উপজেলায় এমনই এক ঘটনা ঘটেছে। শিক্ষক ছেলে মজনুর রহমানের হাতে লাঞ্ছিত হয়েছেন এক বাবা। বাবাকে ছেলের লাথি মারাসহ লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করেন ভুক্তভোগী বাবা। সে মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মহেলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটকের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মহেলা বাজার পোস্ট অফিসে পোস্টমাস্টার হিসেবে চাকরি করেন ষাটোর্ধ্ব ওই বাবা। তাঁর ছেলে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে কর্মরত। বাবা-ছেলের মধ্যে পারিবারিক কোনো বিষয় নিয়ে বিরোধ ছিল।
মঙ্গলবার সকালে ছেলে তাঁর বাবার কর্মস্থলে যান। সেখানে অফিসে ঢুকে বাবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে বাবার মোবাইল ফোনটি জোর করে ছিনিয়ে নেন। মোবাইল ফোনটি ফেরত চেয়ে সেই বাবা কখনো ছেলের পা ধরে রাখেন, কখনো তাঁর মোটরসাইকেল টেনে ধরেন। ওই সময় ছেলে তাঁর বাবাকে লাথি মারেন। সেই সঙ্গে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এসে ছেলেকে নিবৃত্ত করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি চাটমোহর থানায় প্রথমে মৌখিকভাবে জানান ভুক্তভোগী বাবা। পরে পুলিশ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গতকাল বাবার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ছেলে দাবি করেন, অভিযোগ সত্য নয়। তাঁর ভাগনে পরিকল্পনা করে ভিডিওটি করেছেন।
ভুক্তভোগী বাবা জানান, ছেলের কাছ থেকে এমন আচরণ আশা করেননি। মানসিকভাবে কষ্ট পেয়েছেন। তাই আইনের আশ্রয় নিয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বাবা বাদী হয়ে মামলা করেছেন। ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ‘থানায় মামলার কপি চেয়েছি। কপি হাতে পাওয়ার পর কমিটির সদস্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে