Ajker Patrika

নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে প্রক্সি দিতে এসে কারাগারে চিকিৎসক

রাবি প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৮: ১৯
নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে প্রক্সি দিতে এসে কারাগারে চিকিৎসক

নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে অসুস্থ সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন একজন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাঁকে আটক করা হয়।

ধরা পড়া ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে ডা. সমের রায় প্রক্সি দিতে এসেছিলেন। তাঁর মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ ছিল। তাঁকে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে থাকা চিকিৎসক গিয়ে দেখেও আসেন।

প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সমের খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিলেন, সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডা. সমের রায়ের আগে এদিন আরও তিনজন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাঁদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত