বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।

বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে