বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।

বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে