চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙা ফিল্টের হাট এলাকায় আপেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা মো. নামিস আলী বলেন, ‘শুক্রবার রাতে অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। আজ ভোরে অফিস খুলে দেখি ভাঙচুর করা। এ ছাড়া অফিসের ৪০টি চেয়ার, একটি টেবিল, প্রচারের কাজে ব্যবহৃত লিফলেট ও ব্যানার নেই।’
স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের অভিযোগ, ‘শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আমার বিরোধীপক্ষ নির্বাচনী অফিস ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মৌখিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙা ফিল্টের হাট এলাকায় আপেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা করা হয়।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা মো. নামিস আলী বলেন, ‘শুক্রবার রাতে অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। আজ ভোরে অফিস খুলে দেখি ভাঙচুর করা। এ ছাড়া অফিসের ৪০টি চেয়ার, একটি টেবিল, প্রচারের কাজে ব্যবহৃত লিফলেট ও ব্যানার নেই।’
স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের অভিযোগ, ‘শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় আমার বিরোধীপক্ষ নির্বাচনী অফিস ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মৌখিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে