Ajker Patrika

‘গুনে দেওয়ার কথা বলে’ ব্যাংক থেকে টাকা নিয়ে চম্পট

ধুনট (বগুড়া) প্রতিনিধি
‘গুনে দেওয়ার কথা বলে’ ব্যাংক থেকে টাকা নিয়ে চম্পট

বগুড়ার ধুনটে ব্যাংকের ভেতরে প্রতারকের খপ্পরে পড়ে ২৩ হাজার টাকা খুইয়েছেন মোহাম্মদ আলী (৭০) নামের এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের ধুনট শাখায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ আলী বলেন, আজ বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকে তাঁর হিসাব থেকে চেক দিয়ে ২৩ হাজার টাকা তোলেন। ব্যাংকের হিসাবরক্ষক তাঁকে ১ হাজার টাকার ২৩টি নোট বুঝিয়ে দেন। এ সময় পাশে থাকা অপরিচিত এক যুবক তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। যুবক টাকাগুলো গুনে পেপার দিয়ে মুড়িয়ে তাঁর হাতে দেন। পেপারে মোড়ানো প্যাকেট পকেটে নিয়ে মোহাম্মদ আলী ব্যাংক থেকে বেরিয়ে যান। দোকানে বাজার করতে গিয়ে মোড়ানো পেপার খুলে দেখেন সেখানে কোনো টাকা নেই।

সোনালী ব্যাংক ধুনট শাখার প্রিন্সিপাল অফিসার (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) শরিফুল ইসলাম বলেন, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে ব্যাংকের ভেতরে থাকা সিসি ক্যামেরায় সমস্যা থাকায় প্রতারককে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই গ্রাহক ধোঁকাবাজির শিকার হয়েছেন। প্রতারককে শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত