Ajker Patrika

বাঘায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একই গ্রামের ময়েন উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মঙ্গলবার ফজর নামাজের পর ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুপুরে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

মামলার বাদী জানান, ‘একই ঘরের পৃথক দুইটি চৌকির একটিতে আমিসহ স্ত্রী ও আরেক চৌকিতে আমার প্রতিবন্ধী মেয়ে শুয়ে ছিলাম। ফজর নামাজের আগে আমার স্ত্রী হাটতে বাইরে বের হয়ে দরজার শিকল দিয়ে যায়। তখন আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় একই গ্রামের টগ মন্ডলের ছেলে ময়েন উদ্দীন ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষণ করে। সেই মুহূর্তে ঘুম ভাঙে যায় এবং ময়েন উদ্দীনকে আটক করি। পরে চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানানোর পর পুলিশ ময়েন উদ্দীনকে আটক করে থানায় নিয়ে আসে।’ 

অভিযুক্ত ময়েন উদ্দীন ঘরে প্রবেশের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ওই নারীর পাশে বসে ছিলেন তিনি। তবে ধর্ষণ করেননি বলে দাবি তাঁর। 

মামলার তদন্তকারী উপরিদর্শক (এসআই) কেএম স্বপন হুসাইন জানান, মামলা পর ময়েন উদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত