Ajker Patrika

উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি কারাগারে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৩, ১৪: ২৩
উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় জাকির হোসেনকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার গভীর রাতে র‍্যাব ১২-এর সদস্যরা অভিযান চালিয়ে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে তাঁকে আটক করেন। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১২-এর লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাশেম সবুজ।

থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কলেজে পড়ুয়া শিক্ষার্থী নিজেই বাদী হয়ে গত শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন জাকির হোসেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন জাকির হোসেন। পরে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। একপর্যায়ে মেয়েটি বাবা ও চাচাকে সঙ্গে নিয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘র‍্যাব-১২ আসামি জাকির হোসেনকে থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত