নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর রাজশাহীতে দলটির দুই সমর্থককে আর্জেন্টিনার সমর্থকেরা মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে শহরের নতুন বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত দুই ব্রাজিল সমর্থক হলেন—মো. হোসাইন রিফাত (২২) ও তাঁর ভাই এহেসান রায়হান (২০)। তাঁদের বাবার নাম আবদুল কুদ্দুস। তিনি নৌবাহিনীতে চাকরি করেন। দুই ভাইকে মারধরের ঘটনায় তাঁদের মা লাবনী বেগম (৪০) নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লাবনী বেগম জানান, তিন-চার মাস আগে থেকে এলাকার কিছু ছেলের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাঁর দুই ছেলে ব্রাজিল ফুটবল দল সমর্থন করেন। আর যাদের সঙ্গে বিরোধ তাঁরা আর্জেন্টিনা দলের সমর্থক। রাতে বাড়ির পাশের মাঠে তাঁরা একসঙ্গেই খেলা দেখছিলেন। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার এক সমর্থক তাঁর ছোট ছেলে রায়হানের কানের কাছে গিয়ে বাঁশি বাজায়। এ সময় প্রতিবাদ করলে দুই ভাইকে মারধর করে আর্জেন্টিনার সমর্থকেরা।
লাবনী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা করে দুই ভাইকে উত্তেজিত করে প্রথমে মারধর করা হয়েছে। পরে তারা দৌড়ে বাড়ি পালিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। এ সময় ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা দুটি জানালা ও একটি দরজা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ভয়ে দুই ছেলেকে হাসপাতালে নিতে পারেননি লাবনী। বাড়িতেই তাদের চিকিৎসা করানো হয়েছে।’
জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর রাজশাহীতে দলটির দুই সমর্থককে আর্জেন্টিনার সমর্থকেরা মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে শহরের নতুন বিলশিমলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আহত দুই ব্রাজিল সমর্থক হলেন—মো. হোসাইন রিফাত (২২) ও তাঁর ভাই এহেসান রায়হান (২০)। তাঁদের বাবার নাম আবদুল কুদ্দুস। তিনি নৌবাহিনীতে চাকরি করেন। দুই ভাইকে মারধরের ঘটনায় তাঁদের মা লাবনী বেগম (৪০) নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লাবনী বেগম জানান, তিন-চার মাস আগে থেকে এলাকার কিছু ছেলের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। তাঁর দুই ছেলে ব্রাজিল ফুটবল দল সমর্থন করেন। আর যাদের সঙ্গে বিরোধ তাঁরা আর্জেন্টিনা দলের সমর্থক। রাতে বাড়ির পাশের মাঠে তাঁরা একসঙ্গেই খেলা দেখছিলেন। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার এক সমর্থক তাঁর ছোট ছেলে রায়হানের কানের কাছে গিয়ে বাঁশি বাজায়। এ সময় প্রতিবাদ করলে দুই ভাইকে মারধর করে আর্জেন্টিনার সমর্থকেরা।
লাবনী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা করে দুই ভাইকে উত্তেজিত করে প্রথমে মারধর করা হয়েছে। পরে তারা দৌড়ে বাড়ি পালিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। এ সময় ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা দুটি জানালা ও একটি দরজা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ভয়ে দুই ছেলেকে হাসপাতালে নিতে পারেননি লাবনী। বাড়িতেই তাদের চিকিৎসা করানো হয়েছে।’
জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখছি। তদন্ত শেষেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে