Ajker Patrika

চেয়ারম্যান কর্তৃক বৃদ্ধকে বেঁধে নির্যাতনের অভিযোগ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
চেয়ারম্যান কর্তৃক বৃদ্ধকে বেঁধে নির্যাতনের অভিযোগ

শরীরে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক বৃদ্ধকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে গাজীরভিটা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গাজীরভিটা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

শারীরিক নির্যাতন হওয়া ওই ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৫৫)। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মুজাখালির তেঁতুল তলা গ্রামে। 

অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার গাজীরভিটা ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 
 
শরীরে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক বৃদ্ধকে শারীরিক নির্যাতন করেছে চেয়ারম্যানপরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মুজাখালী গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ শুরু করেছেন পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এ সময় দুলাল মিয়া বাঁধা দিতে গেলে চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে চেয়ারম্যান উত্তেজিত হয়ে দুলালকে তাঁর নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

এ ঘটনায় পর আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। ঘটনার দিনেই হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে না পেয়ে তাঁর মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত