নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা থেকে ধানভর্তি ট্রাক গন্তব্যে না নিয়ে ঢাকায় গিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে চালক গোলাম মোস্তফার (৩০) বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হলে সেসব ধান ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব তথ্য জানান।
গতকাল রোববার সিরাজগঞ্জ থেকে চালক মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার একটি অটোরাইস থেকে ওইসব ধানের চাল ওই দিনেই উদ্ধার করা হয়। মোস্তফার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামে।
পুলিশ সুপার ফয়েজ জানান, গত ২৫ জুন নেত্রকোনার সদর উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ স্থানীয় ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি অটোরাইসের উদ্দেশ্যে ২৩০ বস্তা ধান (আনুমানিক মূল্য ৫ লাখ টাকা) ট্রাকে করে পাঠান। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে এসব ধান সিরাজগঞ্জে নিজের গ্রামে নিয়ে যান চালক মোস্তফা।
এদিকে ধান না পৌঁছানোয় নেত্রকোনা মডেল থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেন ধান ব্যবসায়ী রাজু। অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তা কাজে লাগিয়ে ট্রাক চালক মোস্তফাকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যমতে গতকাল ভোরে ট্রাকটিকে রং পাল্টানো অবস্থায় ভুইয়াগাছি থেকে জব্দ করে পুলিশ।
পরবর্তীতে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটোরাইসে অভিযান চালিয়ে ট্রাক চালকের বিক্রি করা ধান থেকে রূপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা ও ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার ধান ব্যবসায়ীদের বিভিন্ন অটোরাইসে ধান পাঠানোর আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংরক্ষণ করার অনুরোধ জানান। এতে অপরাধ অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা থেকে ধানভর্তি ট্রাক গন্তব্যে না নিয়ে ঢাকায় গিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে চালক গোলাম মোস্তফার (৩০) বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হলে সেসব ধান ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব তথ্য জানান।
গতকাল রোববার সিরাজগঞ্জ থেকে চালক মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার একটি অটোরাইস থেকে ওইসব ধানের চাল ওই দিনেই উদ্ধার করা হয়। মোস্তফার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোড়কা গ্রামে।
পুলিশ সুপার ফয়েজ জানান, গত ২৫ জুন নেত্রকোনার সদর উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ স্থানীয় ঠাকুরাকোনা বাজারের ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি অটোরাইসের উদ্দেশ্যে ২৩০ বস্তা ধান (আনুমানিক মূল্য ৫ লাখ টাকা) ট্রাকে করে পাঠান। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে এসব ধান সিরাজগঞ্জে নিজের গ্রামে নিয়ে যান চালক মোস্তফা।
এদিকে ধান না পৌঁছানোয় নেত্রকোনা মডেল থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেন ধান ব্যবসায়ী রাজু। অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তা কাজে লাগিয়ে ট্রাক চালক মোস্তফাকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যমতে গতকাল ভোরে ট্রাকটিকে রং পাল্টানো অবস্থায় ভুইয়াগাছি থেকে জব্দ করে পুলিশ।
পরবর্তীতে একই দিনে দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়া ভান্ডারী অটোরাইসে অভিযান চালিয়ে ট্রাক চালকের বিক্রি করা ধান থেকে রূপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা ও ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার ধান ব্যবসায়ীদের বিভিন্ন অটোরাইসে ধান পাঠানোর আগে ট্রাক চালকের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংরক্ষণ করার অনুরোধ জানান। এতে অপরাধ অনেকটা কমে আসবে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে