গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সন্তানকে বিষ মেশানো ফল খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা আইরিন আক্তার। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ছয়গণ্ডা মহল্লায়।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর আগে উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের মেয়ে আইরিন আক্তারের সঙ্গে বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই মাস আগে হাবিবুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে আইরিন দুই সন্তান লাবিব শাহরিয়ার (৬) ও সামিয়া তাসনিমকে (১১) নিয়ে ছয়গণ্ডায় বাবার বাসায় থাকেন। ঘটনার দিন হাবিবুর রহমান দ্বিতীয় স্ত্রী পান্না বেগমকে নিয়ে প্রথম স্ত্রীর বাসায় যান। এ সময় আইরিন টিউশনি করতে পাশের বাসায় গিয়েছিলেন। হাবিবুর ও পান্না লাবিবকে আপেল ও জাম খেতে দেন। আপেলের কিছু অংশ খাওয়ার পর লাবিব বমি করতে থাকে। এ সময় সামিয়া দ্রুত তার মাকে খবর দিতে ছুটে যায়। আইরিন বাসায় গিয়ে দেখেন, লাবিব প্রচণ্ড বমি করছে। তখন হাবিবুর ও পান্না পালিয়ে যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশু লাবিবকে রাত ৯টায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় শারীরিকভাবে সে ভীষণ দুর্বল ছিল। শিশুটির দেহে বিষের প্রাথমিক আলামত পাওয়া গেছে, তাকে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে। এখন সে বিপদমুক্ত। তিনি আরও জানান, বিষ মেশানো ফল খাওয়ার পর বমি হওয়ায় শিশুটি বেঁচে গেছে।
অভিযোগের ব্যাপারে জানতে হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাতে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের গৌরীপুরে সন্তানকে বিষ মেশানো ফল খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা আইরিন আক্তার। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ছয়গণ্ডা মহল্লায়।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ বছর আগে উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের মেয়ে আইরিন আক্তারের সঙ্গে বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই মাস আগে হাবিবুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে আইরিন দুই সন্তান লাবিব শাহরিয়ার (৬) ও সামিয়া তাসনিমকে (১১) নিয়ে ছয়গণ্ডায় বাবার বাসায় থাকেন। ঘটনার দিন হাবিবুর রহমান দ্বিতীয় স্ত্রী পান্না বেগমকে নিয়ে প্রথম স্ত্রীর বাসায় যান। এ সময় আইরিন টিউশনি করতে পাশের বাসায় গিয়েছিলেন। হাবিবুর ও পান্না লাবিবকে আপেল ও জাম খেতে দেন। আপেলের কিছু অংশ খাওয়ার পর লাবিব বমি করতে থাকে। এ সময় সামিয়া দ্রুত তার মাকে খবর দিতে ছুটে যায়। আইরিন বাসায় গিয়ে দেখেন, লাবিব প্রচণ্ড বমি করছে। তখন হাবিবুর ও পান্না পালিয়ে যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশু লাবিবকে রাত ৯টায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় শারীরিকভাবে সে ভীষণ দুর্বল ছিল। শিশুটির দেহে বিষের প্রাথমিক আলামত পাওয়া গেছে, তাকে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে। এখন সে বিপদমুক্ত। তিনি আরও জানান, বিষ মেশানো ফল খাওয়ার পর বমি হওয়ায় শিশুটি বেঁচে গেছে।
অভিযোগের ব্যাপারে জানতে হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কেটে দেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাতে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে