নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় তালাবদ্ধ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জোছনা বেগমের (৭০) লাশ উদ্ধারের ঘটনায় তাঁর নাতিসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিন বন্ধুর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আলমারিতে থাকা ১০ লাখ টাকা নিতেই এ খুন করে তারা।
আজ মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের নিউটাউন বিলপাড় এলাকার নিজ ঘর থেকে জোছনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জোছনা বেগমের ছোট ছেলে নাজমুল হাসান রুজেন বাদী হয়ে গতকাল সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার তিনজন হলো জোছনা বেগমের বড় ছেলে ফারুখ হোসেন মিল্টনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী ও তার দুই বন্ধু। তাদের বাড়ি পূর্ব চকপাড়ায় ও সদর উপজেলার উলুয়াটি গ্রামে। তাদের তিনজনের বয়স ১৫।
তিনজনের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, মিল্টনের ছেলে এবার নবম শ্রেণিতে পরীক্ষা না দেওয়ায় বাসা থেকে তাকে বের করে দেন বাবা ও মা। এরপর থেকে ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে থাকত।
সম্প্রতি মিল্টনের এক ভাই একটি গাড়ি বিক্রি করেছিলেন। ওই গাড়ি বিক্রির ১০ লাখ টাকা আলমারিতে রাখা ছিল। বিষয়টি ওই কিশোর জানত। সে তার বন্ধুদের সঙ্গে ওই টাকা চুরির পরিকল্পনা করে। এর মধ্যে ওই কিশোরের মা ও বোন আটপাড়ায় বেড়াতে যাওয়ায় বাসায় একা ছিলেন জোছনা বেগম। এ সুযোগে তারা টাকা নেওয়ার জন্য জোছনা বেগমকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী স্থানীয় এক হাসপাতাল থেকে চেতনানাশক ইনজেকশন সংগ্রহ করে গত ৭ জানুয়ারি রাত ৯টার দিকে ওই বাসায় যায়। পরে তিন বন্ধু মিলে জোছনা বেগমের হাত, পা ও মুখ বেঁধে শরীরে ইনজেকশন পুশ করে অচেতন করে ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা আলমারি খুলে দেখে যে ড্রয়ারে ১০ লাখ টাকা আছে তা লক করা। তা খুলতে ব্যর্থ হয়ে সামনে থাকা দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে শহরের কোর্ট স্টেশন এলাকায় গিয়ে ইনজেকশন, সুচ ও হাতের গ্লাভস একটি পুকুরে ফেলে দেয়।
এদিকে আজ মঙ্গলবার ভোরে ওই কিশোর আটপাড়া থেকে তার মা ও বোনের সঙ্গে শহরের বাসায় আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত জানালে অপর দুই বন্ধুকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ইনজেকশন, সুচ ও হাতের গ্লাভস জব্দ করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত জোছনা বেগমের স্বজনেরা জানায়, ওই কিশোর মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য প্রায় সময় দাদিকে বিরক্ত করত সে।

নেত্রকোনায় তালাবদ্ধ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জোছনা বেগমের (৭০) লাশ উদ্ধারের ঘটনায় তাঁর নাতিসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিন বন্ধুর জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আলমারিতে থাকা ১০ লাখ টাকা নিতেই এ খুন করে তারা।
আজ মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের নিউটাউন বিলপাড় এলাকার নিজ ঘর থেকে জোছনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জোছনা বেগমের ছোট ছেলে নাজমুল হাসান রুজেন বাদী হয়ে গতকাল সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার তিনজন হলো জোছনা বেগমের বড় ছেলে ফারুখ হোসেন মিল্টনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী ও তার দুই বন্ধু। তাদের বাড়ি পূর্ব চকপাড়ায় ও সদর উপজেলার উলুয়াটি গ্রামে। তাদের তিনজনের বয়স ১৫।
তিনজনের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, মিল্টনের ছেলে এবার নবম শ্রেণিতে পরীক্ষা না দেওয়ায় বাসা থেকে তাকে বের করে দেন বাবা ও মা। এরপর থেকে ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে থাকত।
সম্প্রতি মিল্টনের এক ভাই একটি গাড়ি বিক্রি করেছিলেন। ওই গাড়ি বিক্রির ১০ লাখ টাকা আলমারিতে রাখা ছিল। বিষয়টি ওই কিশোর জানত। সে তার বন্ধুদের সঙ্গে ওই টাকা চুরির পরিকল্পনা করে। এর মধ্যে ওই কিশোরের মা ও বোন আটপাড়ায় বেড়াতে যাওয়ায় বাসায় একা ছিলেন জোছনা বেগম। এ সুযোগে তারা টাকা নেওয়ার জন্য জোছনা বেগমকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী স্থানীয় এক হাসপাতাল থেকে চেতনানাশক ইনজেকশন সংগ্রহ করে গত ৭ জানুয়ারি রাত ৯টার দিকে ওই বাসায় যায়। পরে তিন বন্ধু মিলে জোছনা বেগমের হাত, পা ও মুখ বেঁধে শরীরে ইনজেকশন পুশ করে অচেতন করে ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা আলমারি খুলে দেখে যে ড্রয়ারে ১০ লাখ টাকা আছে তা লক করা। তা খুলতে ব্যর্থ হয়ে সামনে থাকা দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে শহরের কোর্ট স্টেশন এলাকায় গিয়ে ইনজেকশন, সুচ ও হাতের গ্লাভস একটি পুকুরে ফেলে দেয়।
এদিকে আজ মঙ্গলবার ভোরে ওই কিশোর আটপাড়া থেকে তার মা ও বোনের সঙ্গে শহরের বাসায় আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত জানালে অপর দুই বন্ধুকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ইনজেকশন, সুচ ও হাতের গ্লাভস জব্দ করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত জোছনা বেগমের স্বজনেরা জানায়, ওই কিশোর মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য প্রায় সময় দাদিকে বিরক্ত করত সে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে