ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক তিনটি অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। গত বুধবার ও আজ শুক্রবার অভিযান তিনটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এসব ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে।
সর্বশেষ আজ শুক্রবার (১৪ জুন) সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ইমন চৌহান (২৪) নামে একজনকে আটক করা হয়। আটককৃত চালকের বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায়। সে ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে।
এর আগে গত বুধবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে চোরাইপথে আসা চিনিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। পাশাপাশি মিঠুনুর রহমান পাপ্পু নামে একজনকে আটক করা হয়। আটককৃত পাপ্পুর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। সে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
অপরদিকে বুধবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে চিনিভর্তি আরেকটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজশাহী জেলার বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫), চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির রমরমা ব্যবসা চালাচ্ছিলেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত দুই দিনে চিনিভর্তি ৩টি ট্রাকসহ ৮১০ বস্তা চিনি জব্দ করে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪০ লাখের বেশি।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘দুই দিনের অভিযানে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনিসহ ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শুক্রবার যাকে আটক করা হয়েছে তাঁর বিরুদ্ধেও মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক তিনটি অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা ৮১০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। গত বুধবার ও আজ শুক্রবার অভিযান তিনটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এসব ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে।
সর্বশেষ আজ শুক্রবার (১৪ জুন) সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ইমন চৌহান (২৪) নামে একজনকে আটক করা হয়। আটককৃত চালকের বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায়। সে ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে।
এর আগে গত বুধবার রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারে চোরাইপথে আসা চিনিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। পাশাপাশি মিঠুনুর রহমান পাপ্পু নামে একজনকে আটক করা হয়। আটককৃত পাপ্পুর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। সে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
অপরদিকে বুধবার রাতেই ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে চিনিভর্তি আরেকটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজশাহী জেলার বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫), চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির রমরমা ব্যবসা চালাচ্ছিলেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত দুই দিনে চিনিভর্তি ৩টি ট্রাকসহ ৮১০ বস্তা চিনি জব্দ করে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪০ লাখের বেশি।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘দুই দিনের অভিযানে চোরাই পথে আসা ৮১০ বস্তা চিনিসহ ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শুক্রবার যাকে আটক করা হয়েছে তাঁর বিরুদ্ধেও মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে