নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা থানায় দায়েরকৃত মুনছুর আলী ফকির (৩৬) হত্যা মামলাটি পিবিআইকে (পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো) হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার নিরবচ্ছিন্ন তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের জন্য মামলাটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। মুনছুর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার কাঁচিহারা গ্রামের দরিদ্র কৃষক হানিফ উদ্দিন ফকিরের ছেলে।
জানা যায়, গত ১২ ডিসেম্বর সকালে নকলা থানার পুলিশ উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকুশা নদীপাড় গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর থেকে বিবস্ত্র অবস্থায় মুনছুরের গলাকাটা মরদেহ উদ্ধার করে। কিন্তু মরদেহের নাম ও পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ যুবকের আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন তাঁর নাম মুনছুর আলী ফকির। খবর পেয়ে পরদিন মুনছুরের বাবা হানিফ উদ্দিন ফকির তাঁর দুই ছেলে মোশারফ হোসেন (২৭) ও রিপন মিয়া (২৪), মুনছুরের স্ত্রী সালমা আক্তার (২৮) এবং স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৮) নকলা থানায় হাজির হন। থানায় গিয়ে তাঁরা মরদেহের ছবি ও ভিডিও ফুটেজ দেখে মুনছুর আলী ফকিরকে শনাক্ত করে থানায় হত্যা মামলা করেন।
পরিবারের দেওয়া তথ্যমতে, মুনছুর আলীর ১০ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটলে তিনি বরিশালের গার্মেন্টসকর্মী সালমা আক্তারকে বিয়ে করেন। এরপর থকে ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন যানবাহনে হেলপারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১১ ডিসেম্বর স্কয়ার মাস্টারবাড়ি মার্কেটে স্ত্রীকে নিয়ে কেনাকাটার পর জরুরি কাজের কথা বলে বেরিয়ে যান মুনছুর। রাত ১০টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
মুনছুরের স্ত্রী সালমা আক্তার বলেন, বিবাহের আগে মুনছুর ও তাঁর বন্ধু ড্রাইভার কালা মনসুর একই রুমে ভাড়া থাকতেন। সে সময় কালা মনসুরকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন মুনছুর। পরবর্তীতে টাকা চাইতে গেলে মুনছুরের সঙ্গে কালা মনসুরের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধে ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকার বেশ কয়েকজন ড্রাইভার কালা মনসুরের পক্ষ নিয়ে মুনছুরকে খুন করার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, নিহত মুনছুর আলী ফকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ধর্ষণ ও অস্ত্র আইনে সাতটির মতো মামলা রয়েছে।

শেরপুরের নকলা থানায় দায়েরকৃত মুনছুর আলী ফকির (৩৬) হত্যা মামলাটি পিবিআইকে (পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো) হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার নিরবচ্ছিন্ন তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের জন্য মামলাটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান। মুনছুর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার কাঁচিহারা গ্রামের দরিদ্র কৃষক হানিফ উদ্দিন ফকিরের ছেলে।
জানা যায়, গত ১২ ডিসেম্বর সকালে নকলা থানার পুলিশ উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকুশা নদীপাড় গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর থেকে বিবস্ত্র অবস্থায় মুনছুরের গলাকাটা মরদেহ উদ্ধার করে। কিন্তু মরদেহের নাম ও পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ যুবকের আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন তাঁর নাম মুনছুর আলী ফকির। খবর পেয়ে পরদিন মুনছুরের বাবা হানিফ উদ্দিন ফকির তাঁর দুই ছেলে মোশারফ হোসেন (২৭) ও রিপন মিয়া (২৪), মুনছুরের স্ত্রী সালমা আক্তার (২৮) এবং স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৮) নকলা থানায় হাজির হন। থানায় গিয়ে তাঁরা মরদেহের ছবি ও ভিডিও ফুটেজ দেখে মুনছুর আলী ফকিরকে শনাক্ত করে থানায় হত্যা মামলা করেন।
পরিবারের দেওয়া তথ্যমতে, মুনছুর আলীর ১০ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটলে তিনি বরিশালের গার্মেন্টসকর্মী সালমা আক্তারকে বিয়ে করেন। এরপর থকে ময়মনসিংহের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন যানবাহনে হেলপারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১১ ডিসেম্বর স্কয়ার মাস্টারবাড়ি মার্কেটে স্ত্রীকে নিয়ে কেনাকাটার পর জরুরি কাজের কথা বলে বেরিয়ে যান মুনছুর। রাত ১০টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
মুনছুরের স্ত্রী সালমা আক্তার বলেন, বিবাহের আগে মুনছুর ও তাঁর বন্ধু ড্রাইভার কালা মনসুর একই রুমে ভাড়া থাকতেন। সে সময় কালা মনসুরকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন মুনছুর। পরবর্তীতে টাকা চাইতে গেলে মুনছুরের সঙ্গে কালা মনসুরের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধে ভালুকা স্কয়ার মাস্টারবাড়ি এলাকার বেশ কয়েকজন ড্রাইভার কালা মনসুরের পক্ষ নিয়ে মুনছুরকে খুন করার হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, নিহত মুনছুর আলী ফকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ধর্ষণ ও অস্ত্র আইনে সাতটির মতো মামলা রয়েছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৫ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে