জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় নির্মিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জুলাই শহীদদের স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এক্সকাভেটর দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় গণপূর্ত অধিদপ্তর।
জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হাজারো ছাত্র-জনতা মির্জা আজম চত্বরে স্থাপনাটি থেকে নৌকাসহ বিভিন্ন প্রতিকৃতি ভেঙে ফেলে। এরপর চত্বরটি ‘বিজয় চত্বর’ ঘোষণা করা হয়। বিগত সরকারের সময় ২০২৩ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল মির্জা আজম চত্বর।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের মতো জামালপুরেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানটিতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, মির্জা আজম গায়ের জোরে এই এলাকার সন্তান না হয়েও তাঁর নামে এই চত্বরের নামকরণ করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম এই চত্বর থেকে হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য আগের স্থাপনা ভাঙা হচ্ছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি আজকের পত্রিকাকে বলেন, জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকায় নির্মিত আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জুলাই শহীদদের স্মরণে ‘শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের এক্সকাভেটর দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় গণপূর্ত অধিদপ্তর।
জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হাজারো ছাত্র-জনতা মির্জা আজম চত্বরে স্থাপনাটি থেকে নৌকাসহ বিভিন্ন প্রতিকৃতি ভেঙে ফেলে। এরপর চত্বরটি ‘বিজয় চত্বর’ ঘোষণা করা হয়। বিগত সরকারের সময় ২০২৩ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল মির্জা আজম চত্বর।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের মতো জামালপুরেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানটিতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান বলেন, মির্জা আজম গায়ের জোরে এই এলাকার সন্তান না হয়েও তাঁর নামে এই চত্বরের নামকরণ করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে জুলাইয়ের আন্দোলন-সংগ্রাম এই চত্বর থেকে হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য আগের স্থাপনা ভাঙা হচ্ছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি আজকের পত্রিকাকে বলেন, জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ জন্য মির্জা আজম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে