আজকের পত্রিকা ডেস্ক

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
শুধু তেহরান নয়, ইরানের বড় বড় শহরে তিন রাত ধরে টানা বিক্ষোভ চলছে। আর এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর হামলায় সহিংস হয়ে উঠছে। সিএনএন বলছে, ইরানের ৩১টি প্রদেশের সবকটিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। ২ হাজার ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রোববার পর্যন্ত ৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান সরকার। এ ছাড়া টেলিফোন-সেবাও বন্ধ রাখা হয়েছে। ইরানে যাঁরা আন্দোলনে অংশ নিচ্ছেন তাঁরা বলছেন, বিক্ষোভে নিহত ব্যক্তিদের লাশ জমা হচ্ছে হাসপাতালগুলোয়।
তেহরানের বিক্ষোভের খবর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের কাছে পৌঁছে দিচ্ছিলেন পারিসা। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একদল বিক্ষোভকারী সরে যান। আরেক দল বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।
পারিসা বলেন, গুলির আগ মুহূর্তে ওই ব্যক্তি নিচু হয়ে জুতার ফিতা ঠিক করছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর ধারণা ছিল, তাঁর কাছে অস্ত্র আছে। তবে শেষে দেখা গেল, ওই ব্যক্তির কাছে আসলে কিছুই নেই। তিনি বলেন, সবাই ভীত, সবাই উদ্বিগ্ন, সবাই সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছে। ভয় নিয়েই সবাই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
নিউইয়র্ক টাইমস বলছে, ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার পর ইরানের বিক্ষোভের ভিডিও নানানভাবে ছড়িয়ে পড়ছে। এর অনেক ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস ও বিবিসি। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী ভয়ংকর দমনপীড়ন চালাচ্ছে। এই অবস্থায় ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তারা রাস্তায় নামবে।
এসব ভিডিও থেকে দেখা যাচ্ছে, তেহরানের হেরাভি স্কয়ারে নেমে আসছে সাধারণ মানুষ। ছন্দে ছন্দে সেখানে স্লোগান উঠছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভে এত মানুষের উপস্থিতি যে জনসমাগমের শুরু আর শেষ কোথায় সেটা বোঝা যাচ্ছে না। এ ছাড়া বিক্ষোভ দমনে সেখানে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।
ইরানের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় গত শনিবারের বিক্ষোভের চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এ ছাড়া ইরান থেকে দেশটির বাইরে কেউ কলও করতে পারছে না। আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এই পরিস্থিতির নিন্দা জানিয়েছে। তারা বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে ২৮ জন। তবে ইরান নিয়ে কাজ করে এমন দুটি প্রতিষ্ঠান জানিয়েছে, এই নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। এ ছাড়া ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে।
ইরান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৩ বছর বয়সী কলেজশিক্ষার্থী রুবিনা আমিনিয়ান ছিলেন। তাঁকে মাথায় গুলি করা হয়েছে গত বৃহস্পতিবার। কলেজ ক্যাম্পাস ছেড়ে বিক্ষোভে যোগ দেওয়ার পর এই ঘটনা ঘটে।
ইরান হিউম্যান রাইটস সেন্টারের পরিচালক আমিরি মোঘাদ্দাম বলেন, পরিস্থিতি খুবই ভয়ংকর। বর্তমান শাসক সব সময় যেকোনো কিছুর চেয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকার বিষয়টি গুরুত্ব দিয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়ার বিনিময়ে আবারও তাই করবে।
এদিকে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনার জেরে হাসপাতালগুলোর পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। ইরান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, সেখানে অনেক হাসপাতালেই রক্তের সংকট দেখা দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় বাড়ছেই। অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে আসছে। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ।
ইরানের একটি ভিডিওতে দেখা যায়, সেখানকার দুটি শহরে রাস্তায় প্রতিদিন গুলি ছোড়া হচ্ছে, যাতে কেউ রাস্তায় না নামে এবং বিক্ষোভে যোগ না দেয়। আরেকটি ভিডিওতে দেখা যায়, জাহেদান শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়ছে।
এদিকে গতকাল বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ‘এই সন্ত্রাসীদের বিক্ষোভে’ জনসাধারণকে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘সমগ্র সমাজকে বিপর্যস্ত করার জন্য প্রস্তুত দাঙ্গাবাজদের’ সঙ্গে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীর মধ্যে পার্থক্য রয়েছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
শুধু তেহরান নয়, ইরানের বড় বড় শহরে তিন রাত ধরে টানা বিক্ষোভ চলছে। আর এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর হামলায় সহিংস হয়ে উঠছে। সিএনএন বলছে, ইরানের ৩১টি প্রদেশের সবকটিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। ২ হাজার ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রোববার পর্যন্ত ৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান সরকার। এ ছাড়া টেলিফোন-সেবাও বন্ধ রাখা হয়েছে। ইরানে যাঁরা আন্দোলনে অংশ নিচ্ছেন তাঁরা বলছেন, বিক্ষোভে নিহত ব্যক্তিদের লাশ জমা হচ্ছে হাসপাতালগুলোয়।
তেহরানের বিক্ষোভের খবর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের কাছে পৌঁছে দিচ্ছিলেন পারিসা। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একদল বিক্ষোভকারী সরে যান। আরেক দল বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।
পারিসা বলেন, গুলির আগ মুহূর্তে ওই ব্যক্তি নিচু হয়ে জুতার ফিতা ঠিক করছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর ধারণা ছিল, তাঁর কাছে অস্ত্র আছে। তবে শেষে দেখা গেল, ওই ব্যক্তির কাছে আসলে কিছুই নেই। তিনি বলেন, সবাই ভীত, সবাই উদ্বিগ্ন, সবাই সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছে। ভয় নিয়েই সবাই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
নিউইয়র্ক টাইমস বলছে, ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার পর ইরানের বিক্ষোভের ভিডিও নানানভাবে ছড়িয়ে পড়ছে। এর অনেক ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস ও বিবিসি। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী ভয়ংকর দমনপীড়ন চালাচ্ছে। এই অবস্থায় ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, পরিস্থিতি সামাল দিতে তারা রাস্তায় নামবে।
এসব ভিডিও থেকে দেখা যাচ্ছে, তেহরানের হেরাভি স্কয়ারে নেমে আসছে সাধারণ মানুষ। ছন্দে ছন্দে সেখানে স্লোগান উঠছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভে এত মানুষের উপস্থিতি যে জনসমাগমের শুরু আর শেষ কোথায় সেটা বোঝা যাচ্ছে না। এ ছাড়া বিক্ষোভ দমনে সেখানে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।
ইরানের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় গত শনিবারের বিক্ষোভের চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এ ছাড়া ইরান থেকে দেশটির বাইরে কেউ কলও করতে পারছে না। আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এই পরিস্থিতির নিন্দা জানিয়েছে। তারা বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে ২৮ জন। তবে ইরান নিয়ে কাজ করে এমন দুটি প্রতিষ্ঠান জানিয়েছে, এই নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। এ ছাড়া ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে।
ইরান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৩ বছর বয়সী কলেজশিক্ষার্থী রুবিনা আমিনিয়ান ছিলেন। তাঁকে মাথায় গুলি করা হয়েছে গত বৃহস্পতিবার। কলেজ ক্যাম্পাস ছেড়ে বিক্ষোভে যোগ দেওয়ার পর এই ঘটনা ঘটে।
ইরান হিউম্যান রাইটস সেন্টারের পরিচালক আমিরি মোঘাদ্দাম বলেন, পরিস্থিতি খুবই ভয়ংকর। বর্তমান শাসক সব সময় যেকোনো কিছুর চেয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকার বিষয়টি গুরুত্ব দিয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়ার বিনিময়ে আবারও তাই করবে।
এদিকে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনার জেরে হাসপাতালগুলোর পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। ইরান হিউম্যান রাইটস সেন্টার জানিয়েছে, সেখানে অনেক হাসপাতালেই রক্তের সংকট দেখা দিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় বাড়ছেই। অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে আসছে। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ।
ইরানের একটি ভিডিওতে দেখা যায়, সেখানকার দুটি শহরে রাস্তায় প্রতিদিন গুলি ছোড়া হচ্ছে, যাতে কেউ রাস্তায় না নামে এবং বিক্ষোভে যোগ না দেয়। আরেকটি ভিডিওতে দেখা যায়, জাহেদান শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়ছে।
এদিকে গতকাল বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ‘এই সন্ত্রাসীদের বিক্ষোভে’ জনসাধারণকে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘সমগ্র সমাজকে বিপর্যস্ত করার জন্য প্রস্তুত দাঙ্গাবাজদের’ সঙ্গে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীর মধ্যে পার্থক্য রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে