মাগুরা প্রতিনিধি

পারিবারিক কলহে স্ত্রীর ছুরিকাঘাতে মাগুরায় লাভলু দাস নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
লাভলু দাস পেশায় একজন নরসুন্দর। তিনি শহরের নীজনান্দুয়ালী এলাকার তপন দাসের ছেলে।
জানা যায়, রোববার সকালে পৌর ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করেন স্মৃতি দাস। গুরুতর আহত অবস্থায় লাভলু দাসকে (২৭) স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় স্ত্রী স্মৃতি দাসও হাতে জখমের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী।
প্রথম স্ত্রী লক্ষ্মী দাস জানান, ‘আমার স্বামী যে অন্য একটি বিয়ে করেছেন তা আমার অনুমতি ছাড়াই করেছেন। আমার ঘরে দুইটি বাচ্চা আছে তার। সে আমার অজান্তে রাঘবদাউড় ইউনিয়নে লক্ষ্মীপুরের নিজের আপন খালাতো বোনকে বিয়ে করেন। যা আমার কাছে সব সময় গোপন রাখত।’
তিনি আরও জানান, ‘এরপর দুজন শহরের নতুন বাজার এলাকার সাহাপাড়ায় ভাড়া বাড়িতে গোপনে সংসার করতেন। তবে আমার কাছেও প্রায় যাওয়া আসা করতেন।
রোববার সকালে জানতে পারি, আমার স্বামীকে স্মৃতি ছুরি মেরে হাসপাতালে পাঠিয়েছে। এখন এসে দেখি তিনি মারা গেছেন। স্মৃতি দাসকেও হাত কাটা অবস্থায় ভর্তি দেখেছি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, ‘রোগীর ভর্তির সময়ই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ‘থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পারিবারিক কলহে স্ত্রীর ছুরিকাঘাতে মাগুরায় লাভলু দাস নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
লাভলু দাস পেশায় একজন নরসুন্দর। তিনি শহরের নীজনান্দুয়ালী এলাকার তপন দাসের ছেলে।
জানা যায়, রোববার সকালে পৌর ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করেন স্মৃতি দাস। গুরুতর আহত অবস্থায় লাভলু দাসকে (২৭) স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় স্ত্রী স্মৃতি দাসও হাতে জখমের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী।
প্রথম স্ত্রী লক্ষ্মী দাস জানান, ‘আমার স্বামী যে অন্য একটি বিয়ে করেছেন তা আমার অনুমতি ছাড়াই করেছেন। আমার ঘরে দুইটি বাচ্চা আছে তার। সে আমার অজান্তে রাঘবদাউড় ইউনিয়নে লক্ষ্মীপুরের নিজের আপন খালাতো বোনকে বিয়ে করেন। যা আমার কাছে সব সময় গোপন রাখত।’
তিনি আরও জানান, ‘এরপর দুজন শহরের নতুন বাজার এলাকার সাহাপাড়ায় ভাড়া বাড়িতে গোপনে সংসার করতেন। তবে আমার কাছেও প্রায় যাওয়া আসা করতেন।
রোববার সকালে জানতে পারি, আমার স্বামীকে স্মৃতি ছুরি মেরে হাসপাতালে পাঠিয়েছে। এখন এসে দেখি তিনি মারা গেছেন। স্মৃতি দাসকেও হাত কাটা অবস্থায় ভর্তি দেখেছি।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, ‘রোগীর ভর্তির সময়ই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ‘থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৩ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২২ দিন আগে