যশোর প্রতিনিধি

দল ত্যাগ করায় যশোরে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার নারাঙ্গালী হালসা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
নিহত লাবণী শহরের বেজপাড়া চিরুনিকল এলাকার করিম মিস্ত্রির সন্তান।
নিহত লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল ৮টার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলায় যাচ্ছিলেন। হালসা ব্রিজের অদূরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে তারা অস্ত্রের মুখে সবাইকে ইজিবাইক থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে লাবণী পিস্তলধারীকে ভাই বলে সম্বোধন এবং সঙ্গী দুজনকে ঘাবড়াতে নিষেধ করেন। পরে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নিহতের আরেক সঙ্গী নাজমা জানান, লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে তিনি যশোর শহরে চলে আসেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে মামলা দায়ের করেন। সে ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।
এদিকে ছুরিকাঘাতের পর লাবণীর সঙ্গীরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতের দীর্ঘ সময় পর আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এই সময়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। মামলা হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দল ত্যাগ করায় যশোরে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার নারাঙ্গালী হালসা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
নিহত লাবণী শহরের বেজপাড়া চিরুনিকল এলাকার করিম মিস্ত্রির সন্তান।
নিহত লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল ৮টার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলায় যাচ্ছিলেন। হালসা ব্রিজের অদূরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে তারা অস্ত্রের মুখে সবাইকে ইজিবাইক থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে লাবণী পিস্তলধারীকে ভাই বলে সম্বোধন এবং সঙ্গী দুজনকে ঘাবড়াতে নিষেধ করেন। পরে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
নিহতের আরেক সঙ্গী নাজমা জানান, লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে তিনি যশোর শহরে চলে আসেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে মামলা দায়ের করেন। সে ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।
এদিকে ছুরিকাঘাতের পর লাবণীর সঙ্গীরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতের দীর্ঘ সময় পর আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এই সময়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। মামলা হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে