চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে রুম্মান (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। রুম্মান বালুর ব্যবসা করতেন এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারীর ছেলে রুম্মান। তাঁদের স্থায়ী নিবাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে। রুম্মান অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই চৌগাছার স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম এবং একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১১টার দিকে রুম্মান ও আরিফ পুরাতন কসবা কাঁঠালতলায় বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতায় একই এলাকার সাত-আটজন তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর তাঁর গাড়িচালক শাকিল আহত হন।
ফখরুল ইসলাম বলেন, রুম্মান ছোটবেলায় মাকে হারান। দুই বোন ও এক ভাই তাঁর। তিন বছর প্রবাসে থেকে বছর দেড়েক আগে রুম্মান দেশে ফিরে বিয়ে করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, গুরুতর আহত অবস্থায় রুম্মান ও শাকিলকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে রুম্মান মারা যান। তিনি বলেন, শাকিলের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুম্মান যশোর জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পক্ষে রাজনীতি করতেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মানসহ তাঁর পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের ৮-১০ ব্যক্তি রুম্মানকে কুপিয়ে হত্যা করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন রুম্মান। আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তদন্তের স্বার্থে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইয়াসিন আরাফাত (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে তাঁকে হত্যা করা হয়। ইয়াসিন আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।

যশোরে রুম্মান (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। রুম্মান বালুর ব্যবসা করতেন এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারীর ছেলে রুম্মান। তাঁদের স্থায়ী নিবাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে। রুম্মান অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর রহমান বাবুর ছেলে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই চৌগাছার স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম এবং একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১১টার দিকে রুম্মান ও আরিফ পুরাতন কসবা কাঁঠালতলায় বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতায় একই এলাকার সাত-আটজন তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর তাঁর গাড়িচালক শাকিল আহত হন।
ফখরুল ইসলাম বলেন, রুম্মান ছোটবেলায় মাকে হারান। দুই বোন ও এক ভাই তাঁর। তিন বছর প্রবাসে থেকে বছর দেড়েক আগে রুম্মান দেশে ফিরে বিয়ে করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, গুরুতর আহত অবস্থায় রুম্মান ও শাকিলকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে রুম্মান মারা যান। তিনি বলেন, শাকিলের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুম্মান যশোর জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার পক্ষে রাজনীতি করতেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মানসহ তাঁর পক্ষের লোকজনের বিরোধ ছিল। তারই জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের ৮-১০ ব্যক্তি রুম্মানকে কুপিয়ে হত্যা করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, একই পক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন রুম্মান। আসামি আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তদন্তের স্বার্থে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ইয়াসিন আরাফাত (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে তাঁকে হত্যা করা হয়। ইয়াসিন আরাফাত শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে