প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপালে মৃত সন্তান প্রসবের অপরাধে ঝর্ণা বেগম (৩৭) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও বড় সতিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই গৃহবধূ চার দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত ঝর্ণা বেগম রামপাল উপজেলার কুমলাই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
ঝর্ণার পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় ২০২০ সালের ৩ জুলাই পারিবারিকভাবে ঝর্ণাকে বিয়ে করেন একই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে ব্যবসায়ী হান্নান ফকির। বিয়ের কিছুদিন পরে ঝর্ণা সন্তানসম্ভবা হন। কিন্তু ঝর্ণার সন্তান গর্ভেই মারা যায়। ২০২১ সালের ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে মৃত সন্তান অপসারণ করা হয়। মৃত সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীকে দেনমোহরের টাকা দিয়ে তালাকের ঘোষণা দেন হান্নান ফকির। কিন্তু ঝর্ণা তালাক না দেওয়ায় তাঁকে প্রতিনিয়ত মারধর করা হতো। পরে গত ১০ আগস্ট বেলা ১১টার সময় বড় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝর্ণাকে বেদম মারধর করেন তিনি। এর কয়েক দিন আগেও একইভাবে ঝর্ণাকে মারধর করেন হান্নান ও তাঁর বড় স্ত্রী। এতে গুরুতর আহত হলে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন ঝর্ণা বেগম।
এ বিষয়ে আহত ঝর্ণা বেগম বলেন, আমার কোনো অপরাধ নেই। গর্ভের সন্তান মরে যাওয়াটাই আমার অপরাধ। সন্তান মারা যাওয়ার আগে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করত। এখন কথায় কথা আমার স্বামী আমাকে বলে, তোকে আমি রাখব না, তুই চলে যা। তোকে আমার আর দরকার নেই। আমি আবার বিয়ে করব। কাবিনের ৫০ হাজার টাকা নিয়ে তুই আমার বাড়ি থেকে বিদায় হ।
ঝর্ণা বেগম আরও বলেন, যেভাবে হোক আমি আমার সংসার করতে চাই। আমি সংসার ছেড়ে যাব না।
ঝর্ণার ভাই রাসেল গোলদার বলেন, সতিনের সংসার হলেও বিয়ের পড়ে ভালোই ছিল আমার বোন। বোনজামাইয়ের ব্যবসার জন্য আমরা বিভিন্ন সময় লক্ষাধিক টাকাও দিয়েছি। কিন্তু বোনের গর্ভের সন্তান মারা যাওয়ার পর থেকে বোনজামাই তাঁর ওপর অত্যাচার শুরু করেন। আমরা এর বিচার চাই।
ঝর্ণার বৃদ্ধ বাবা গোলাম মোস্তফা বলেন, একটা মেয়ের সন্তান মারা যেতেই পারে। এখানে তো মানুষের কোনো হাত নেই। এ জন্য আমার মেয়ের ওপর অমানুষিক অত্যাচার চালাতে হবে? এটা কোন ধরনের কাজ?
এ বিষয়ে জানতে হান্নান ফকিরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রামপাল থানার ওসি মো. সামছউদ্দিন বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বাগেরহাটের রামপালে মৃত সন্তান প্রসবের অপরাধে ঝর্ণা বেগম (৩৭) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী ও বড় সতিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই গৃহবধূ চার দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত ঝর্ণা বেগম রামপাল উপজেলার কুমলাই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
ঝর্ণার পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর কোনো সন্তান না হওয়ায় ২০২০ সালের ৩ জুলাই পারিবারিকভাবে ঝর্ণাকে বিয়ে করেন একই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে ব্যবসায়ী হান্নান ফকির। বিয়ের কিছুদিন পরে ঝর্ণা সন্তানসম্ভবা হন। কিন্তু ঝর্ণার সন্তান গর্ভেই মারা যায়। ২০২১ সালের ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে মৃত সন্তান অপসারণ করা হয়। মৃত সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীকে দেনমোহরের টাকা দিয়ে তালাকের ঘোষণা দেন হান্নান ফকির। কিন্তু ঝর্ণা তালাক না দেওয়ায় তাঁকে প্রতিনিয়ত মারধর করা হতো। পরে গত ১০ আগস্ট বেলা ১১টার সময় বড় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঝর্ণাকে বেদম মারধর করেন তিনি। এর কয়েক দিন আগেও একইভাবে ঝর্ণাকে মারধর করেন হান্নান ও তাঁর বড় স্ত্রী। এতে গুরুতর আহত হলে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন ঝর্ণা বেগম।
এ বিষয়ে আহত ঝর্ণা বেগম বলেন, আমার কোনো অপরাধ নেই। গর্ভের সন্তান মরে যাওয়াটাই আমার অপরাধ। সন্তান মারা যাওয়ার আগে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করত। এখন কথায় কথা আমার স্বামী আমাকে বলে, তোকে আমি রাখব না, তুই চলে যা। তোকে আমার আর দরকার নেই। আমি আবার বিয়ে করব। কাবিনের ৫০ হাজার টাকা নিয়ে তুই আমার বাড়ি থেকে বিদায় হ।
ঝর্ণা বেগম আরও বলেন, যেভাবে হোক আমি আমার সংসার করতে চাই। আমি সংসার ছেড়ে যাব না।
ঝর্ণার ভাই রাসেল গোলদার বলেন, সতিনের সংসার হলেও বিয়ের পড়ে ভালোই ছিল আমার বোন। বোনজামাইয়ের ব্যবসার জন্য আমরা বিভিন্ন সময় লক্ষাধিক টাকাও দিয়েছি। কিন্তু বোনের গর্ভের সন্তান মারা যাওয়ার পর থেকে বোনজামাই তাঁর ওপর অত্যাচার শুরু করেন। আমরা এর বিচার চাই।
ঝর্ণার বৃদ্ধ বাবা গোলাম মোস্তফা বলেন, একটা মেয়ের সন্তান মারা যেতেই পারে। এখানে তো মানুষের কোনো হাত নেই। এ জন্য আমার মেয়ের ওপর অমানুষিক অত্যাচার চালাতে হবে? এটা কোন ধরনের কাজ?
এ বিষয়ে জানতে হান্নান ফকিরকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রামপাল থানার ওসি মো. সামছউদ্দিন বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫