কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর ইমরান শেখকে হত্যার আলোচিত ঘটনায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাম মো. শাহিদুর রহমান। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, একই উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), কুষ্টিয়ার হাউজিং এলাকার ফয়জুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ (২৬) ও কুমারখালী সোন্দাহ গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে নহিদ বিশ্বাস।
অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে অনিক হাসান (২২) এবং কুমারখালীর আফাজউদ্দিনের ছেলে ওয়াদুদ রাজু (২২)।
রায় প্রদান শেষে পুলিশের কঠোর পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কুমারখালী উপজেলা মনোহরপুর গ্রামে যান কলেজছাত্র ইমরান শেখ। এরপরে আর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজ করতে থাকেন। নিখোঁজের পরের দিন সকালে ইমরানের স্বজনেরা জানতে পারেন সদরপুর ভুট্টা খেতের মধ্যে একটি মাথাবিহীন গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে ইমরান শেখের পরিবারের সদস্যরা তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে ঘটনার পরের দিন নিহতের বাবা বাদশা শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৭ আগস্টে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, এটি একটি নৃশংস ঘটনা। সাজাপ্রাপ্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে অপহরণের পর ইমরানকে গলা কেটে হত্যা করেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল চুরি করে নিয়ে যান।

কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর ইমরান শেখকে হত্যার আলোচিত ঘটনায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাম মো. শাহিদুর রহমান। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, একই উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), কুষ্টিয়ার হাউজিং এলাকার ফয়জুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ (২৬) ও কুমারখালী সোন্দাহ গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে নহিদ বিশ্বাস।
অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে অনিক হাসান (২২) এবং কুমারখালীর আফাজউদ্দিনের ছেলে ওয়াদুদ রাজু (২২)।
রায় প্রদান শেষে পুলিশের কঠোর পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কুমারখালী উপজেলা মনোহরপুর গ্রামে যান কলেজছাত্র ইমরান শেখ। এরপরে আর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজ করতে থাকেন। নিখোঁজের পরের দিন সকালে ইমরানের স্বজনেরা জানতে পারেন সদরপুর ভুট্টা খেতের মধ্যে একটি মাথাবিহীন গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে ইমরান শেখের পরিবারের সদস্যরা তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে ঘটনার পরের দিন নিহতের বাবা বাদশা শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৭ আগস্টে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, এটি একটি নৃশংস ঘটনা। সাজাপ্রাপ্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে অপহরণের পর ইমরানকে গলা কেটে হত্যা করেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল চুরি করে নিয়ে যান।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে