কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় ব্যক্তি এক বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা আদায়ের পর পালিয়ে যান। এরপর গতকাল সোমবার তাঁরা আবারও ওই বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে না পেয়ে ‘বোমা’ ফাটিয়েছেন বলে অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের।
সোমবার রাতে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক ঝামেলার কারণে এটা হতে পারে বলছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন।
ভুক্তভোগী অলিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি রাতে মুখোশধারী পাঁচ-ছয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর অনেক কথা-কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১০০ টাকা নিয়ে যান তাঁরা। সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করেন তাঁরা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে ওপরের ঘরে চলে যায়। খবর পেয়ে বাড়ির দিকে রওনা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।’
অলিয়ার রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্রথমেই কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। ওসি সাহেব না থাকায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন।’
অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুরের টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থল থেকে পটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে, ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘গেল ২৭ তারিখে তাঁদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে তখন তাঁরা আমাদের জানাননি। এ ছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে। বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী।’

ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে পাঁচ-ছয় ব্যক্তি এক বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা আদায়ের পর পালিয়ে যান। এরপর গতকাল সোমবার তাঁরা আবারও ওই বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে না পেয়ে ‘বোমা’ ফাটিয়েছেন বলে অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের।
সোমবার রাতে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক ঝামেলার কারণে এটা হতে পারে বলছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন।
ভুক্তভোগী অলিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি রাতে মুখোশধারী পাঁচ-ছয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর অনেক কথা-কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১০০ টাকা নিয়ে যান তাঁরা। সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করেন তাঁরা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে ওপরের ঘরে চলে যায়। খবর পেয়ে বাড়ির দিকে রওনা দিই। আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।’
অলিয়ার রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্রথমেই কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। ওসি সাহেব না থাকায় মামলা করা হয়নি। সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন।’
অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুরের টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থল থেকে পটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে, ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘গেল ২৭ তারিখে তাঁদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১০০ টাকা নিয়ে যাওয়ার বিষয়ে তখন তাঁরা আমাদের জানাননি। এ ছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে। বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোঁজখবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কী।’

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৫ দিন আগে