কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন শিক্ষক। পুলিশ বলছে, অভিযুক্ত শিক্ষক পলাতক, গ্রেপ্তারের অভিযান চলছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. আব্দুল হালিম (৪০)। তিনি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কয়া ইউনিয়নের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আজ বুধবার বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক অনুপস্থিত। প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। গত ২৯ আগস্ট (সোমবার) থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি। অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নিয়েছেন। ২৩ আগস্ট থেকে ওই শিক্ষার্থীও বিদ্যালয়ে আসে না। ঘটনা সত্য নাকি মিথ্যা জানি না।’
প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী বিলকিস খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২০ বছর ধরে সংসার করছি। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আমি বিশ্বাস করি না। তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অফিস থেকে ছুটি নিয়েছেন। কোথায় আছে জানি না।’
গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিসি দেওয়ার ভয় দেখিয়ে লম্পট প্রধান শিক্ষক একাধিকবার মেয়েকে যৌন পীড়ন করেছে। সর্বশেষ গত ২৩ আগস্ট দুপুরে বিদ্যালয়ের স্টোর কক্ষে নিয়ে মেয়ের স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। ওই দিন বাড়িতে এসে মেয়ে খাওয়াদাওয়া বন্ধ করে দেয় এবং কান্নাকাটি শুরু করে। পরে জানতে চাইলে মেয়ে শিক্ষকের কুকর্মের কথা জানায়। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষক বর্তমানে চিকিৎসাজনিত ছুটিতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। থানায়ও মামলা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’
মামলা সম্পর্কে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা হয়েছে। আসামি আব্দুল হালিম পলাতক। তাঁকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন শিক্ষক। পুলিশ বলছে, অভিযুক্ত শিক্ষক পলাতক, গ্রেপ্তারের অভিযান চলছে।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. আব্দুল হালিম (৪০)। তিনি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কয়া ইউনিয়নের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
আজ বুধবার বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষক অনুপস্থিত। প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। গত ২৯ আগস্ট (সোমবার) থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি। অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নিয়েছেন। ২৩ আগস্ট থেকে ওই শিক্ষার্থীও বিদ্যালয়ে আসে না। ঘটনা সত্য নাকি মিথ্যা জানি না।’
প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী বিলকিস খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘২০ বছর ধরে সংসার করছি। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আমি বিশ্বাস করি না। তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অফিস থেকে ছুটি নিয়েছেন। কোথায় আছে জানি না।’
গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিসি দেওয়ার ভয় দেখিয়ে লম্পট প্রধান শিক্ষক একাধিকবার মেয়েকে যৌন পীড়ন করেছে। সর্বশেষ গত ২৩ আগস্ট দুপুরে বিদ্যালয়ের স্টোর কক্ষে নিয়ে মেয়ের স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। ওই দিন বাড়িতে এসে মেয়ে খাওয়াদাওয়া বন্ধ করে দেয় এবং কান্নাকাটি শুরু করে। পরে জানতে চাইলে মেয়ে শিক্ষকের কুকর্মের কথা জানায়। সঠিক বিচারের আশায় থানায় মামলা করেছি।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষক বর্তমানে চিকিৎসাজনিত ছুটিতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। থানায়ও মামলা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’
মামলা সম্পর্কে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা হয়েছে। আসামি আব্দুল হালিম পলাতক। তাঁকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে