কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অনৈতিক কাজে না হওয়ায় আশিকুর রহমান নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
তবে চেয়ারম্যান পিংকি খাতুনের দাবি, আশিক তাঁর ছেলে, শাসন করতে একটা থাপ্পড় মেরেছেন, এর বেশি কিছু নয়।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের মৃত ইকবাল হোসনের ছেলে আশিকুর রহমান (২১)। হরমোনের কারণে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করে থাকেন। গান-বাজনাকে তিনি পেশা হিসেবে নিয়েছেন। গান-বাজনার সূত্রেই কোটচাঁদপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের সঙ্গে তাঁর পরিচয়। এরপর থেকেই ভাইস চেয়ারম্যান আশিকুরসহ বেশ কয়েকজনকে দিয়ে বিভিন্ন সময় ‘অনৈতিক কাজ’ করাতেন বলে দাবি আশিকুরের।
আশিকুর বলেন, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তাঁকে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানের পেছনে নিয়ে যান পিংকি। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। ওই সময় তাঁর হাতে থাকা ইলেকট্রিক স্টিক দিয়ে বৈদ্যুতিক শক দেন মুখে ও শরীরে। পরে খুনের হুমকি দিয়ে চলে যান।
যুবক আশিকুর বলেন, ‘আমি হিজড়া না। হরমোনের কারণে একটু অস্বাভাবিক। এ কারণে বিভিন্ন যাত্রা ও মঞ্চে নাচ-গান করে জীবন-যাপন করি। এতে যে টাকাপয়সা পাই, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। এর আগে আমাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে চুল কেটে দিয়েছেন। আমার বন্ধুদেরও নির্যাতন করেছেন।’
আশিকুর রহমান আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি ইয়াবা, ফেনসিডিল দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকিও দিচ্ছেন ভাইস চেয়ারম্যান।’
এদিকে অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ‘আশিকুর রহমান আমাকে মা বলে ডাকে। আমি তাঁকে ছেলে বলে জানি। দীর্ঘদিন ধরে আমি তাঁকে পালন করে আসছি। সে যেসব অভিযোগ করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মেরেছি মাত্র। সে এখন রাগে পড়ে হয়তো এসব করছে।’
পিংকি খাতুন আরও বলেন, ‘সামনে আমি নির্বাচন করব। এ কারণে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাঁকে দিয়ে এসব করিয়ে।’
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আল মাসুদ মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি গিয়েছিলাম তদন্ত করতে। এটা একটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’

অনৈতিক কাজে না হওয়ায় আশিকুর রহমান নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে কোটচাঁদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক।
তবে চেয়ারম্যান পিংকি খাতুনের দাবি, আশিক তাঁর ছেলে, শাসন করতে একটা থাপ্পড় মেরেছেন, এর বেশি কিছু নয়।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের মৃত ইকবাল হোসনের ছেলে আশিকুর রহমান (২১)। হরমোনের কারণে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করে থাকেন। গান-বাজনাকে তিনি পেশা হিসেবে নিয়েছেন। গান-বাজনার সূত্রেই কোটচাঁদপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের সঙ্গে তাঁর পরিচয়। এরপর থেকেই ভাইস চেয়ারম্যান আশিকুরসহ বেশ কয়েকজনকে দিয়ে বিভিন্ন সময় ‘অনৈতিক কাজ’ করাতেন বলে দাবি আশিকুরের।
আশিকুর বলেন, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তাঁকে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে একটি দোকানের পেছনে নিয়ে যান পিংকি। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। ওই সময় তাঁর হাতে থাকা ইলেকট্রিক স্টিক দিয়ে বৈদ্যুতিক শক দেন মুখে ও শরীরে। পরে খুনের হুমকি দিয়ে চলে যান।
যুবক আশিকুর বলেন, ‘আমি হিজড়া না। হরমোনের কারণে একটু অস্বাভাবিক। এ কারণে বিভিন্ন যাত্রা ও মঞ্চে নাচ-গান করে জীবন-যাপন করি। এতে যে টাকাপয়সা পাই, চেয়ারম্যান পিংকি সেটাও আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। এর আগে আমাকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে চুল কেটে দিয়েছেন। আমার বন্ধুদেরও নির্যাতন করেছেন।’
আশিকুর রহমান আরও বলেন, ‘থানায় অভিযোগ করার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি ইয়াবা, ফেনসিডিল দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকিও দিচ্ছেন ভাইস চেয়ারম্যান।’
এদিকে অভিযোগ প্রসঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন বলেন, ‘আশিকুর রহমান আমাকে মা বলে ডাকে। আমি তাঁকে ছেলে বলে জানি। দীর্ঘদিন ধরে আমি তাঁকে পালন করে আসছি। সে যেসব অভিযোগ করেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মেরেছি মাত্র। সে এখন রাগে পড়ে হয়তো এসব করছে।’
পিংকি খাতুন আরও বলেন, ‘সামনে আমি নির্বাচন করব। এ কারণে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাঁকে দিয়ে এসব করিয়ে।’
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আল মাসুদ মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি গিয়েছিলাম তদন্ত করতে। এটা একটা সাধারণ ব্যাপার। তারপরও তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে