Ajker Patrika

বটিয়াঘাটায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত সোমবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।

ভুক্তভোগী নারী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর অভিযুক্ত ইমরান পলাতক রয়েছেন।

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রাতে ভুক্তভোগী নারী বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী স্থানীয় একটি খালে মাছ ধরতে যান।

এই সুযোগে ইমরান সোমবার রাত ৩টার দিকে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। সকালে মাছ ধরা শেষে বাড়িতে ফিরে এলে ওই নারী তাঁর স্বামীকে ঘটনা জানান।

পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরানও ওই খালে মাছ ধরতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত